শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭, ০৯:২৬:৫৫

ইতিহাসের পাতায় স্থান করে নিলেন টাইগার সাকিব

ইতিহাসের পাতায় স্থান করে নিলেন টাইগার সাকিব

স্পোর্টস ডেস্ক : শততম টেস্টে শততম রান! বাংলাদেশের ক্রিকেটের 'পোস্টার বয়' সাকিব আল হাসান মানেই যেন রেকর্ডের ছড়াছড়ি। প্রতিটি ম্যাচেই যেন নিজেকে ছাপিয়ে যান এই অলরাউন্ডার। কখনও ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের নিয়ে ছেলে খেলা আবার কখনও বল হাতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নিয়ে খেলায় মেতে ওঠেন তিনি।  

তবে সাকিব বেশ কিছু দিন ধরেই সেভাবে রান পাচ্ছিলেন না। আর তার এই খারাপ ফর্মের জন্য শুরু হয় সমালোচনা। বাংলাদেশের ঐতিহাসিক শততম টেস্টে সেঞ্চুরি করে একদিকে যেমন সমালোচনার জবাব দিলেন, সেই সঙ্গে ইতিহাসের পাতায় স্থান করে নিলেন তিনি।  

সাকিব আল হাসান টেস্ট ক্রিকেটের ১৪০ বছরের ইতিহাসে অষ্টম ব্যাটসম্যান হিসেবে দেশের শততম টেস্টে সেঞ্চুরি করলেন। এর আগে দেশের হয়ে শততম টেস্টে সেঞ্চুরির এমন কীর্তি প্রথম গড়েছিলেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান কেলেওয়ে আর ওয়ারেন ব্র্যাডসলি।

৩৭ বছর পর ১৯৪৯ সালে এই কীর্তি গড়েন দক্ষিণ আফ্রিকার বিলি ওয়েড। ১৯৭২ সালে নিউজিল্যান্ডের শততম টেস্টে জোড়া সেঞ্চুরি করেন বেভান কংডন আর মার্ক বারগ্রেস। ২০১৬ সালে খর্বশক্তি জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমার শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টে সেঞ্চুরি করেন।
১৭ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে