শনিবার, ১৮ মার্চ, ২০১৭, ১২:৩২:২৬

টাইগার মোসাদ্দেকের মা তখন তসবি পড়ছিলেন

টাইগার মোসাদ্দেকের মা তখন তসবি পড়ছিলেন

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার কলম্বো  টেস্টে অভিষিক্ত তারকা  মোসাদ্দেক  হোসেন সৈকত ৭৫ রান করা কালে তার মা হোসনে আরা বেগম (৫০) তসবি  পড়ছিলেন। ভালো খেলায় মা অনেক খুশি হয়েছেন। ময়মনসিংহের গর্ব নবীন এই ক্রিকেটার সৈকত দারিদ্র্যতার সঙ্গে যুদ্ধ করে আজ জাতীয় দলের খেলোয়াড় হওয়ার সৌভাগ্য হয়েছে।

গতকাল বিকালে ময়মনসিংহ শহরের বাসায় এ প্রতিবেদক গেলে  সৈকতের মা জানান, আমার ছেলের জন্য দোয়া করবেন। ও খেলে যেন দেশের জন্য সুনাম বয়ে আনতে পারে। ময়মনসিংহ শহরের স্টেডিয়াম সংলগ্ন ৯/গ কাচিঝুলি গোলাপজান রোডস্থ মৃত আবুল কাসেমের পুত্র সৈকত। তিন ভাই এক বোনের মধ্যে  সৈকত দ্বিতীয়। বাবা আবুল কাশেম ময়মনসিংহ ক্রীড়া সংস্থায় চাকরি করতেন।

আজ থেকে ৯ বছর আগে তার বাবা মারা যান। ক্লাস সিক্স/সেভেন থেকে ক্রিকেট খেলা শুরু করেন সৈকত। সৈকতের ভাই বিকেএসপির ক্রিকেটের ছাত্র মোছাব্বের হোসেন সান জানান, তার বড় ভাই সৈকত শুরুতে ময়মনসিংহের বৈকালী ক্রীড়া চক্রে ক্রিকেটে হাতেখড়ি নেন। পরে ঐতিহ্যবাহী সিরাজ মেমোরিয়াল ক্লাবে দীর্ঘদিন অনুশীলন ও খেলাধুলা করে।

পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং গত বছর নাসিরাবাদ কলেজ থেকে এইচএসসি পাস করেন। সৈকতের যমজ দুই ভাই মোছাব্বের হোসেন সান বিকেএসপির ক্রিকেটের ছাত্র ও অপর ভাই মোছাদ্দের হোসেন মুন ইউরোপিয়ান ইউনিভার্সিটির ছাত্র। সৈকতের খেলা দেখতে তার এলাকায় টিভির সামনে ভিড় দেখা গেছে। ময়মনসিংহের ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার বইছে। এমজমিন
১৮ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে