শনিবার, ১৮ মার্চ, ২০১৭, ০২:৫২:২৭

নেই ৬টি মূল্যবান উইকেট, টাইগারদের বিপক্ষে এবার লজ্জার সামনে শ্রীলঙ্কা

নেই ৬টি মূল্যবান উইকেট, টাইগারদের বিপক্ষে এবার লজ্জার সামনে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: সর্বশেষ খবরে ভালোই ছন্দে বাংলাদেশ। এখন লজ্জার সামনে খোদ লঙ্কানরা। টাইগারদের বোলিং আক্রমণে ভেঙ্গে গেছে লঙ্কানদের মূল ব্যাটিং লাইনআপ। ১৯০ রানে ৬টি মূল্যবান উইকেট নেই হেরাথদের।

দলের প্রয়োজনে জ্বলে ওঠেন সাকিব আর হাসান। সাকিব আল হাসানের জোড়া আঘাতে বিপদে লঙ্কানরা। এর আগে মুস্তাফিজ নিয়েছেন ৩টি উইকেট। মিরাজ নেন ১টি উইকেট। এভাবে উইকেট ভাগাভাগির খেলায় মেতেছে টাইগাররা।

এখনো ৪টি উইকেট রয়েছে লঙ্কানদের। টাইগারদের পাখির চোখ এখন এই চারটি উইকেটের দিকে। বাংলাদেশের শততম টেস্ট জমেছে দারুণ। লড়াই হচ্ছে ঠিক লড়াইয়ের মত। দেশের টেস্ট ক্রিকেটে নিয়ে নানা মত রয়েছে।

তবে শততম টেস্টে ঠিকই টেস্ট খেলছে বাংলাদেশ। বাংলাদেশ টেস্ট খেলছে এটা হয়তো ভালোভাবে মেনে নিতে পারছে না বাংলাদেশের ক্রিকেটের নিন্দুকেরা। বাংলাদেশ এই টেস্টে জয় পেলে তা হবে দেশের ক্রিকেট শত্রুদের জন্য সবচেয়ে বড় এক জবাব।

সর্বশেষ খবরে লঙ্কানদের রান ১৯০ই রয়েছে। তারা লিড দিয়েছে ৬১ রানের। বাংলাদেশের বোলারদের করা বল মোকাবেলা করতে তাদের বেশ কষ্ট হচ্ছে। আর সুফল আসছে বাংলাদেশ শিবিরে!
১৮ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে