শনিবার, ১৮ মার্চ, ২০১৭, ০৩:৫৫:৫১

অন্যরকম সেঞ্চুরি করলেন টাইগার মুশফিক

অন্যরকম সেঞ্চুরি করলেন টাইগার মুশফিক

স্পোর্টস ডেস্ক: অন্যরকম সেঞ্চুরি করলেন টাইগার মুশফিক। শততম টেস্ট বলেই হয়তো মুশফিকের ভেতরে অন্যরকম এক প্রেরণা কাজ করছিল আজ। তার ওপর ১২৯ রানের লিড নেয়ার পর শ্রীলঙ্কাকে ছেপে ধরার যে সুযোগ, সেটাকে কাজে লাগানোর সবরকম চেষ্টা যে তিনি করবেন, তা বলাই বাহুল্য।

অবশেষে শততম টেস্টকে স্মরণীয় করে রাখলেন তিনি গ্লাভস হাতে ডিসমিসাল দিয়েই। শ্রীলংকার দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত যে ৬টি উইকেটে পড়েছে, তার মধ্যে চারটি ক্যাচই উইকেটের পেছনে দাঁড়িয়ে গ্লাভসবন্দী করেছেন মুশফিকুর রহীম।
 
তাতেই ক্যারিয়ারের অন্যতম উচ্চতায় পৌঁছে গেলেন বাংলাদেশ দলের অধিনায়ক। ৮৮টি ক্যাচের সঙ্গে ১২টি স্ট্যাম্পিং। সাকিব আল হাসানের বলে নিরোশান ডিকভেলার ক্যাচটি ধরেই টেস্ট ক্রিকেটে সর্বমোট ১০০টি ডিসমিসালের মালিক হলেন তিনি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ডিসমিসালের মালিক আগেই হয়েছিলেন মুশফিক। খালেদ মাসুদ পাইলটের সর্বমোট ৮৭টি ডিসমিসালকে পার হয়েছেন অনেক আগেই। এবার নিজেকে ছাড়িয়ে গেলেন তিনি।

ক্যারিয়ারের তৃতীয় টেস্টে এসে প্রথম গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ানোর সুযোগ পান মুশফিক। ২০০৭ সালের ৩ থেকে ৫ জুলাই, কলম্বোর এই পি সারা ওভালেই। তবে প্রথম ডিসমিসাল করেন ২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে। তিনটি ক্যাচ নিয়েছিলেন সেবার।

আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫৫টি ডিসমিসাল করে সবার ওপরে বসে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক মার্ক বাউচার। ৪১৬টি ডিসমিসালের মালিক অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের। ৩৯৫টি নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ইয়ান হিলি। ১০০টি ডিসমিসাল নিয়ে মুশফিক রয়েছেন ৪১ নাম্বারে।
১৮ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে