শনিবার, ১৮ মার্চ, ২০১৭, ০৫:১৩:৫২

এমন ‘আউট’ও আউট না, আবারো বাংলাদেশের সাথে দুর্নীতি করলেন আলিম দার

এমন ‘আউট’ও আউট না, আবারো বাংলাদেশের সাথে দুর্নীতি করলেন আলিম দার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের সাথে আবারও দুর্নীতি করলেন পাকিস্তানের আম্পায়ার আলিমদার। তার কারণে এবার নিশ্চিত উইকেট থেকে বঞ্চিত হলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

দিলরুয়ান পেরেরাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব। জোরালো আবেদন করেন সাকিব-মুশফিকসহ অন্য ক্রিকেটাররা। কিন্তু আম্পায়ার আলিমদার তার সিদ্ধান্তে অবিচল থাকেন।

ওভারটা ছিল সাকিবের। ইনিংসের ৭৮তম। স্ট্রাইকে দিলরুয়ান পেরেরা। সাকিব বলটা জোরের ওপরই করলেন। বাঁহাতি পেরেরা ব্যাটই ছোঁয়াতে পারলেন না। লেগ-মিডলে পড়ে বল সোজা তার প্যাডে। সাকিব সবটুকু জোর দিয়ে চিৎকার করে আবেদন জানালেন। কিন্তু আম্পায়ার আলিম দার অনড়। মাথা এপাশ-ওপাশ করে জানান দিলেন, ‘তোমার সঙ্গে আমি একমত নই সাকিব!’

সাকিব তখনো আপিল করে যাচ্ছেন। ক্রিজে গোড়ালির ওপর বসে দুহাত আম্পায়ারের দিকে তাক করে আকুল আবেদনের ভঙ্গিতে। সঙ্গী অন্য ফিল্ডাররাও। আলিম দার শেষ পর্যন্ত তাকে হতাশই করলেন। সাকিব সিদ্ধান্তটা মেনে নিতে চাইছিলেন না, কিছুটা অসন্তোষও প্রকাশ করলেন। আবার কিছু করারও ছিল না। ততক্ষণে যে নিজেদের কোটার দুটি রিভিউ ব্যবহার করে ফেলেছে বাংলাদেশ।

পরে টিভি রিপ্লেতে দেখা গেল নিশ্চিত আউট ছিলেন পেরেরা। বল তার প্যাডে না লাগলে স্টাম্প এলোমেলো করে দিত।

ওই ওভারের পর দুটি ওভার হাত ঘুরিয়েই নতুন বল নিয়েছেন মুশফিক। সঙ্গে জুটেছে দুটি রিভিউও। কিন্তু সুযোগটি হাতছাড়া হয়ে গেছে। তবে ২৫ রানের সেই জুটিটি আর বেশিদূর এগোয়নি। জুটিকে ২৭ রানে থামিয়েছেন সেই সাকিবই। সেটা সেঞ্চুরিয়ান দিমুথ করুনারত্নেকে আউট করে।
১৮ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে