শনিবার, ১৮ মার্চ, ২০১৭, ০৭:১৫:৪৯

আফ্রিদি শুধু বিশ্ব ক্রিকেটের একজন আইকন নয়, সমাজসেবকদের রোল মডেলও: সুলতান শাহ

আফ্রিদি শুধু বিশ্ব ক্রিকেটের একজন আইকন নয়, সমাজসেবকদের রোল মডেলও: সুলতান শাহ

স্পোর্টস ডেস্ক: গত ২০ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নেন পাকিস্তানি অলরাউন্ডার ক্রিকেটার শহীদ আফ্রিদি। তবে ক্রিকেটের সঙ্গেই আছেন আফ্রিদি। এবার ব্লাউন্ড ক্রিকেট বিশ্বকাপের পঞ্চম আসরের শুভেচ্ছা দূত হলেন তিনি।

শুক্রবার পাকিস্তান ব্লাউন্ড ক্রিকেট কাউন্সিলের (পিবিসিসি) পক্ষ থেকে আফিদির শুভেচ্ছা দূত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। কাউন্সিলের চেয়ারম্যান সাইয়েদ সুলতান শাহ বলেন, ‘আফ্রিদি শুধু বিশ্ব ক্রিকেটের একজন আইকনই নয়; লোকহিতৈষী ব্যক্তি। সমাজসেবকদের রোল মডেলও।’

প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে ৯৮টি টি-টোয়েন্টি খেলে ১৪০৫ রান করেছেন আফ্রিদি; বল হাতে নিয়েছেন ৯৭ উইকেট। ৩৯৮টি ওয়ানডে খেলে নামের পাশে যোগ করেছেন ৮০৬৪ রান। সর্বোচ্চ রানের ইনিংস ১২৪।

একদিনের ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৩৯৫টি। ২৭টি টেস্ট ম্যাচ খেলেছেন আফ্রিদি। রান করেছেন ১১৭৬। সর্বোচ্চ স্কোর ১৫৬। উইকেট দখলে নিয়েছেন ৪৮টি।
১৮ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে