শনিবার, ১৮ মার্চ, ২০১৭, ০৮:০২:২২

‘মোসাদ্দেক বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ’

‘মোসাদ্দেক বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ’

স্পোর্টস ডেস্ক: ‘মোসাদ্দেকের অনেক বড় ভবিষ্যৎ আছে বাংলাদেশের ক্রিকেটের হয়ে। ওর ওয়ানডে ক্যারিয়ার, আন্তর্জাতিক ক্যারিয়ার অনেক ভালো ভাবে শুরু হয়েছে। ও যদি এটা কন্টিনিউ করতে পারে তাহলে দেশের জন্য এবং ওর নিজের জন্য খুব ভালো হবে। ওর শারীরিক ভাষা আন্তর্জাতিক খেলার মতোই উপযোগী। আমি আশা করব ও যেন এই শারীরিক ভাষা ধরে রাখতে পারে।’-কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা সাকিব আল হাসান মোসাদ্দেক হোসেন সৈকতে নিয়ে কথাগুলো বলছিলেন।

দলের বিপর্যয়ে সাকিব আল হাসানের সঙ্গে হাল ধরেন অভিষিক্ত মোসাদ্দেক হোসেন সৈকত। সপ্তম উইকেটে দুজন ১৩১ রানের জুটি গড়েন। শ্রীলঙ্কার গড়া ৩৩৮ রান টপকে যায় তাদের হাত ধরে। সাকিব পুরোদিন দারুণ ব্যাটিং করে তুলে নেন সেঞ্চুরি।

সেখানে মোসাদ্দেক ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংসে করেন ৭৫ রান। তাদের সপ্তম উইকেটের জুটি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ। অসাধারণ ব্যাটিংয়ে মোসাদ্দেক ওয়ানডের পর টেস্টেও নজর কেড়েছেন। ইনসাইড আউট শট ও পুল এবং কাটে যেভাবে লঙ্কান বোলারদের শাসন করেছেন তাতে মুগ্ধ সবাই।

সাকিব আল হাসানও তার সঙ্গে ব্যাটিং করে পেয়েছেন স্বাচ্ছন্দ্য। দুজন ঘরোয়া ক্রিকেটে খেলেছেন একসঙ্গে। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছেন ঢাকা ডায়নামাইটসেরহয়ে। ঘরোয়া ক্রিকেটে নিজের জুটির

প্রসঙ্গে বলেন,‘ঘরোয়া ক্রিকেটে আমাদের একসঙ্গে খেলার সুযোগ হয়েছে। আমরা যখনই ব্যাটিং করি তখন খুবই স্বাচ্ছন্দ্য পাই। রান নিতে গেলেও কল করতে হয় না। ঘরোয়া ক্রিকেটে খেলার কারণে নিজেদের মধ্যে ম্যাচের বোঝাপড়াটা ভালো হয়েছে।’
১৮ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে