রবিবার, ১৯ মার্চ, ২০১৭, ০২:৪৬:৫৪

'সাকিবই আমাদের এক্স ফ্যাক্টর'

 'সাকিবই আমাদের এক্স ফ্যাক্টর'

হাসান কোকো নাঈম: ২০০৯ সালে কিংসটন ও গ্রানাডায় আসে টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় জয়। টেস্টে দেশের বাইরে প্রথম জয়। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছিলেন সাকিব।

চতুর্থ জয় ছিলো ২০১৩ সালে, জিম্বাবুয়ের হারারেতে। দুই ইনিংসে ছিলো সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরি।

২০১৪ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছিলো পঞ্চম জয়। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ছয় উইকেট নেন সাকিব। ব্যাট হাতেও ছিলো সাকিবের ভূমিকা।

    খুলনায় ২০১৪ তে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে তামিম-সাকিব দুজনই পেয়েছিলেন সেঞ্চুরি। লিখন-তাইজুলের সাথে বল হাতেও কার্যকরী ভূমিকায় ছিলেন সাকিব। বাংলাদেশ পেয়েছিলো ১৬৮ রানের বড় জয়।

সর্বশেষ ২০১৬ চট্টগ্রামে টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। মেহেদি হাসান মিরাজের সাথে সাকিবের ঘূর্নীতে ১০৮ রানে ইংল্যান্ডকে হারিয়েছিলো বাংলাদেশ।

টেস্টে আমাদের আট জয়ের মধ্যে পাঁচটিতে বড় অবদান ছিলো সাকিব আল হাসানের। বাকি ম্যাচ গুলোতে বল বা ব্যাট হাতে কিংবা তার ২১৭ রানের ইনিংসের কথা নাই বললাম।

শুধু অলরাউন্ডার হিসেবে নয় অথচ এই সাকিবই থাকেন সব সময় সমালোচনার শীর্ষে।  শততম টেস্টে সাকিবের সেঞ্চুরি এবং দুই ইনিংস মিলিয়ে বল হাতে তার ছয় উইকেটই কিন্তু বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছে।

    তাই বলে বলছিনা দ্বিতীয় দিনের শেষ বিকেলে ৮ বলে তার ১৮ রানের ব্যাটিংয়ের ধরনটা ঠিক ছিলো।  শুধু এটুকু বলবো সাকিবকে গাল দেয়ার সময় দেশের জন্য তার অবদানটুকু একবার ভেবে নিয়েন।

টেস্ট জয়ের জন্য একটা এক্স ফ্যাক্টর লাগে। সাকিবই আমাদের এক্স ফ্যাক্টর।-খেলাধুলা
১৯ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে