রবিবার, ১৯ মার্চ, ২০১৭, ০৪:১৪:২৫

টাইগারদের ঐতিহাসিক লঙ্কা জয়

টাইগারদের ঐতিহাসিক লঙ্কা জয়

স্পোর্টস ডেস্ক : ম্যাচটিতে ছিল ইতিহাসের হাতছানি। প্রস্তুত ছিল টাইগাররা। ক্রিকেট ভালোবাসুক আর না বাসুক সব বাংলাদেশির চোখ আজ ছিল কলম্বোর দিকে। দেশবাসীকে আরো একবার আনন্দের জোয়ারে ভাঁসিয়ে ইতিহাসের মাইলফলক স্পর্শ করলো সাকিব-মুশফিকরা।

শততম টেস্টে জয়ের চেয়ে উদযাপনের বড় উপলক্ষ আর কী হতে পারে? টেস্ট খেলুড়ে নয়টি দেশের মধ্যে এর আগে নিজেদের শততম টেস্টে জয়ের স্বাদ পেয়েছে কেবল তিন দেশ- অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তান। আর এবার থেকে থাকবে বাংলাদেশের নাম।

কলম্বোর পি সারা স্টেডিয়ামে ম্যাচের লাগামটা প্রথম থেকেই ছিল বাংলাদেশের হাতে। আর আজ শ্রীলঙ্কাকে দেশের মাটিতেই অসহায় আত্মসর্মপন করে মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ। শততম টেস্ট জিতে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পরই উঠে আসলো বাংলাদেশের নাম।

আজ রোববার শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস সৃষ্টি করে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে শততম ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ। এবার শততম টেস্ট ম্যাচেও জয় পেল টাইগাররা। মুশফিকের নেতৃত্বে বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে এই টেস্ট জিতেছে ৩ উইকেট। ম্যাচে তামিম ইকবাল ৮২ রানের ইনিংস খেলেছেন। সাব্বির রহমান করেছেন ৪১ রান। মুশফিক ম্যাচের শেষভাগে দলের হাল ধরেন।
১৯ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে