রবিবার, ১৯ মার্চ, ২০১৭, ০৪:৫৭:২৩

ঐতিহাসিক টেস্ট জয়ের পর যা বললেন সাকিব

ঐতিহাসিক টেস্ট জয়ের পর যা বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক : মাইলফলক স্পর্শের শততম টেস্টে জয়ের নায়ক বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কলম্বো টেস্টে বল হাতে ৬ উইকেট ও ব্যাট হাতে ১৩১ রান করে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন সাকিব।

ঐতিহাসিক এই টেস্ট জয়ের পর সাকিব বললেন, 'শ্রীলঙ্কার মাটিতে এই জয় অসাধারণ অনুভূতি। এর চেয়ে ভালো আর কিছু হতেই পারত না। দেশের মাটিতে আমরা অনেক ভালো খেলেছি। দেশের বাইরেও আমাদের আরো ভালো খেলতে হবে। আমরা জানতাম, আমরা ২০০ রান মোকবেলা করতে পারব। জানতাম, যদি ভালো খেলি তবে রান করতে পারব।'

তবে শ্রীলঙ্কা দলের প্রশংসা করতে ভুলেননি এই অলরাউন্ডার। সাকিব বলেন, 'আমরা যখন তাদের দেড় শ' রানে আটকে ফেলতে চেয়েছিলাম, তখন তাদের ৯ ও ১০ নম্বর ব্যাটসম্যান খুব ভালো খেলেছেন।'

আজ রোববার শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস সৃষ্টি করে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে শততম ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ। এবার শততম টেস্ট ম্যাচেও জয় পেল টাইগাররা। মুশফিকের নেতৃত্বে বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে এই টেস্ট জিতেছে ৩ উইকেট। ম্যাচে তামিম ইকবাল ৮২ রানের ইনিংস খেলেছেন। সাব্বির রহমান করেছেন ৪১ রান। মুশফিক ম্যাচের শেষভাগে দলের হাল ধরেন।
১৯ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে