রবিবার, ১৯ মার্চ, ২০১৭, ০৫:৫৩:৩২

ঐতিহাসিক এই জয় টাইগার ভক্তদের উৎসর্গ করলাম: মুশফিক

ঐতিহাসিক এই জয় টাইগার ভক্তদের উৎসর্গ করলাম: মুশফিক

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক শততম টেস্ট জয়ের পর উত্তেজনায় ভাসছে গোটা বাংলাদেশ। আর সেই বাংলাদেশি সকল ভক্তদেরই শততম টেস্ট উৎসর্গ করেছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেছেন, ‘সকল টাইগার ভক্তদের এই জয় উৎসর্গ করলাম। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে জয়টা বিশেষ ছিল। এটা ভালো জয়। বিদেশের মাটিতে প্রভাব বিস্তার করা জয়। এই জয়টা আমাদের ওয়ানডে সিরিজের আগে আরও বেশি প্রেরণা দেবে।’

প্রতিপক্ষকে এই টেস্টে হারালে তাদের পুরোনো পরিসংখ্যান তুলে ধরতে ভোলেননি মুশফিক, ‘শ্রীলঙ্কা ভালো দল। কিছুদিন আগে তারা অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। তাই ওদের বিপক্ষে এই জয়টা আমাদের উজ্জীবিত করবে। শততম টেস্টের সফরটা সহজ ছিল না। অনেক কিছু পেরিয়ে আমরা শততম ম্যাচ খেলতে নেমেছিলাম।’

কলম্বোর পি সারা ওভালে ঐতিহাসিক ম্যাচটি বাংলাদেশ ৪ উইকেটে জিতেছে। দুই ম্যাচের এই টেস্টে প্রথমটিতে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন ৭ মার্চে শুরু হওয়া এই আন্তর্জাতিক ক্রিকেট সিরিজটির নাম রাখা হয়েছিল ‘জয় বাংলা কাপ’।

আজ রোববার শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস সৃষ্টি করে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে শততম ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ। এবার শততম টেস্ট ম্যাচেও জয় পেল টাইগাররা। মুশফিকের নেতৃত্বে বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে এই টেস্ট জিতেছে ৩ উইকেট। ম্যাচে তামিম ইকবাল ৮২ রানের ইনিংস খেলেছেন। সাব্বির রহমান করেছেন ৪১ রান।
১৯ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে