রবিবার, ১৯ মার্চ, ২০১৭, ০৬:৪১:৩০

১৪০ বছরের টেস্ট ইতিহাসের মাত্র চতুর্থ দল হিসেবে এই দৃষ্টান্ত

১৪০ বছরের টেস্ট ইতিহাসের মাত্র চতুর্থ দল হিসেবে এই দৃষ্টান্ত

স্পোর্টস ডেস্ক: অসাধারণ, দূর্বার, দুরন্ত, অবিস্মরণীয়! বিশেষণ খুঁজতে গিয়ে দিশেহারা অবস্থা। কিছুতেই যেন এই ম্যাচ জয়ের ভাব প্রকাশ হয় না। শততম টেস্টে উড়লো বাংলাদেশের বিজয় কেতন। ১৪০ বছরের টেস্ট ইতিহাসের মাত্র চতুর্থ দল হিসেবে শততম টেস্ট জয়ের দৃষ্টান্ত দেখালো বাংলাদেশ। সাদা পোশাকের উৎসব শোভা পেলো রঙিন মলাটে।

বাংলাদেশের আগে টেস্ট খেলা বাকি নয় দলই তাদের শততম টেস্ট ম্যাচ খেলেছে। যেখানে মাত্র তিনটি দল নিজেদের ঐতিহাসিক ম্যাচকে স্মরণীয় করে রাখতে পেরেছে। ক্রিকেটের জনক দেশ ইংল্যান্ড থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা, ভারত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে সব দলই নিজেদের শততম টেস্ট ম্যাচ হেরেছে। নিউজিল্যান্ড করেছিলো ড্র।

ব্যতিক্রমের তালিকায় কেবল অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের শততম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে এক ইনিংস ও ৪৫ রানে হারিয়েছিলো অস্ট্রেলিয়া। শততম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলো পাকিস্তান। মোশতাক মোহাম্মদের নেতৃত্বে ৭১ রানে জিতেছিলো পাকিস্তান। এরআগে প্রথম দল হিসেবে ১৯৬৫ সালে শততম টেস্ট জেতে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দল হিসেবে শততম টেস্ট ম্যাচটি রঙিন মলাটে বাধিয়ে রাখলো টেস্ট ক্রিকেটে ১৭ বছর বয়সী বাংলাদেশ।
১৯ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে