স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় ও এক সময়ের মাঠ কাঁপানো বিশ্বসেরা অলরাউন্ডর জ্যাক ক্যালিস ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকে চাচ্ছেন। কোহলি যদিও দলটির বর্তমান টেস্ট অধিনায়ক।
এ প্রসঙ্গে ক্যালিস বলেছেন, ‘তিন ধরনের ক্রিকেটেই দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কোহলির আছে। ধোনি চিরকাল থাকবে না। একটা সময় ওকে সীমিত ওভারের ক্রিকেট থেকেও সরতে হবে। তখন নির্বাচকদের উচিত কোহলির উপরই ভরসা রাখা। ওকে দায়িত্ব দিলে ব্যাপারটা মোটেই খারাপ হবে না। যেটুকু কোহলিকে দেখেছি, মনে হয়েছে ও চাপ নিয়ে খেলতে ভালবাসে, একজন অধিনায়কের এই গুণটা অবশ্যই থাকা উচিত।’
অধিনায়কত্ব কি ব্যাটসম্যান কোহলির উপর প্রভাব ফেলতে পারে? এই প্রশ্নের জবাবে কালিসের বললেন, ‘মনে হয় না তেমন কিছু হবে। কোহলি দুর্দান্ত প্রতিভা। ও জানে কীভাবে চাপ সামলাতে হয়। সব ধরনের অবস্থার মুখোমুখি হতে ও তৈরি।’
শ্রীলঙ্কা সফরে ভারতের বাড়তি আগ্রাসন দেখে খুশি নন অনেক সাবেক তারকাই। বিশেষ করে সমালোচনা শুনতে হয়েছে ইশান্ত শর্মাকে। কালিসের কিন্তু আগ্রাসনে অপত্তি নেই। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘নরমসরম মানুষদের জন্য ক্রিকেট খেলা নয়। ক্রিকেটে আগ্রাসন থাকবেই।’
সূত্রঃ আজকাল
১৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর