স্পোর্টস ডেস্ক: ভারত ক্রিকেট বোর্ডের সভাপতি জগমোহন ডালমিয়া নাকি স্মৃতিভ্রংশের শিকার। ভারতীয় বোর্ডের অন্দরমহলে এমনই জোর কানাঘুষো। বোর্ড সূত্রে জানা গিয়েছে, সাম্প্রাতিক স্মৃতি হারিয়ে আবল তাবল বলছেন ৭৫ বছরের এই বুড়ো। তার এই সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে ভুগছে বোর্ডের অন্যান্য কর্মকর্তারা।
বিশ্বস্ত সূত্রের খবর, সম্প্রতি একটি সফরের জন্য ভারতীয় দলের তালিকা ডালমিয়াকে দেওয়া হয়েছিল। তালিকা দেখে ডালমিয়া প্রশ্ন করেন, দলে সচিন তেন্ডুলকরকে রাখা হয়নি কেন? সভাপতির এই প্রশ্নে প্রায় হতচকিত হয়ে পড়েন বৈঠকে উপস্থিত বাকি কর্মকর্তারা। তাঁরা একে অপরের দিকে চোখ চাওয়া-চাওয়ি করতে থাকেন। মুখে কিছু বলতে না পারলেও, অনেকেই ভাবতে থাকেন, ডালমিয়া কী ভুলে গিয়েছেন যে সচিন ২০১৩ সালেই অবসর নিয়েছেন! যদিও বিড়ম্বনা এড়াতে এ ধরনের খবর অস্বীকার করেছেন বোর্ড আধিকারিকরা।
এছাড়াও সম্প্রতি বোর্ডের একটি বৈঠকেও বিড়ম্বনায় পড়তে হয় আধিকারিকদের। ওই বৈঠকে একটি মুলতুবী প্রস্তাব পড়ছিলেন সভাপতি। কিন্তু সচিব অনুরাগ ঠাকুরকে কাগজে যা লেখা রয়েছে তাই-ই পড়তে বারবার ডালমিয়াকে বলে দিতে হয়। বিসিসিআই কর্তারা জানেন যে, ডালমিয়া স্মৃতিভ্রংশের শিকার। কিন্তু এ বিষয়ে কেউই মুখ খুলতে নারাজ। কেননা, বোর্ডের এই শীর্ষ পদে ডালমিয়ার বিকল্প কেউ নেই। তাঁর মেয়াদ শেষ হচ্ছে ২০১৭-তে। এন শ্রীনিবাসনের জায়গায় ফের বোর্ড সভাপতি নিযুক্ত হয়েছেন ডালমিয়া।
১৩ সেপ্টেম্বর,২০১৫েএমটি নিউজ২৪/আল-আমিন/এএস