মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫, ০৫:০৯:১৯

‘বার্সার সত্যিকারের নেতা লিওনেল মেসি, আস্থা নেই নেইমারে’

 ‘বার্সার সত্যিকারের নেতা লিওনেল মেসি, আস্থা নেই নেইমারে’

স্পোর্টস ডেস্ক: পায়ে চোট পেয়ে প্রায় দু’মাসের জন্য মাঠের বাহিরে চলে গেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। এর পরে তারই দেখানো পথে পা বাড়ালেন বার্সার আরেক তারকা খেলোয়াড় ইনেয়েস্তা। মেসিকে ছাড়া বার্সাকে অনেক বড় বড় চাপ সামাল দিতে হচ্ছে প্রতিপক্ষের সাথে। অবশ্য তার অনুপস্থিতিটা কিছুটা হলেও মুছতে চাইছে ব্রাজিলিয়ান উদীয়মান তারকা নেইমার। কিন্তু তার পরও ব্রাজিলিয়ান সেনসেশনের ওপর পূর্ণ আস্থা রাখতে পারছেন না কোচ লুইস এনরিক। লিও’র অনুপস্থিতিতে আক্রমণভাগে নেইমার একাই নেতৃত্ব দিবে, সেটা কিছুতেই মানতে নারাজ কোচ এনরিক। তিনি কিছুতেই নেইমারের প্রতি আস্থা রাখাতে পারছেন না। তিনি মনে করেন, ‘ বার্সার সত্যিকারের নেতা লিওনেল মেসি। আর মেসিই ক্লাবের চাপের মুখে বড় ধরণের ত্রাণকর্তা হয়ে দাড়ায়।’ তিনি আরো বলেন, ‘এমন উদাহরণের তো আর শেষ নেই। চ্যাম্পিয়নস লিগের গত আসরের সেমিফাইনালের কথাই বলা ধরুন না। ন্যু ক্যাম্পে প্রথম লেগের ম্যাচটিতে মেসি ম্যাজিকেই বিধ্বস্ত হয় বায়ার্ন মিউনিখ। কিন্তু, কঠিন ম্যাচে মেসির অভাব কী নেইমার পূরণ করতে পারবেন?’ এনরিকের ভাষ্যমতে, ‘আমরা দলগতভাবে খেলার চেষ্টা করি। আমাদের নেতা লিও মেসি। তার পরিবর্তে অন্য কাউকে দলের কান্ডারি ভাবতে রাজি নই। সেদিকে দৃষ্টিও রাখছি না। তার অনুপস্থিতিতে টিম হিসেবে উন্নতি করার পাশাপাশি সবাইকে নিজেদের সেরাটাই দিতে হবে।’ ২০ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/ এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে