মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫, ০৫:২৯:৪১

সেহওয়াগের অবসর নিয়ে এবার ভারতীয় মিডিয়ার ভিন্ন সুর!

সেহওয়াগের অবসর নিয়ে এবার ভারতীয় মিডিয়ার ভিন্ন সুর!

স্পোর্টস ডেস্ক : খবরটা বেশ চাঞ্চল্যকর ৷খবরটা প্রকাশিত হওয়ার পরে বেশ সাড়া পড়ে গিয়েছে ক্রীড়ামহলে৷বীরেন্দ্র সেহওয়াগ অবসর ঘোষণা করছেন এমন খবর প্রকাশিত হয়েছিল৷ সেহওয়াগের অবসর নিয়ে এবার ভারতীয় মিডিয়ার অন্য সুর। একটা সুত্র দাবি করেছে অবসরের গুজব উড়িয়ে দিয়েছেন তিনি৷ সরকারিভাবে তিনি কোনও অবসর নেননি একথা তিনি সাফ জানিয়ে দিয়েছেন৷ এই খবর প্রকাশিত হওয়ার পরে সেহওয়াগের অবসর নিয়ে অনেক বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে৷ উল্লেখ্য, ভারতের হয়ে ১০৪টি টেস্ট খেলে ৮৫৮৬ রান করেছেন সেহওয়াগ৷এক দিনের ক্রিকেটে ৮২৭৩ রান করেছেন তিনি৷ সেই সঙ্গে ১৫টি শতরান করেছেন৷ এক দিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ শতরান ২১৯ করেছেন৷ পাশাপাশি ১৯টি টি-২০ ম্যাচে ৩৯৪ রান করেছেন দিল্লির বিস্ফোরক ব্যাটসম্যানটি৷ এছাড়া টেস্টে ৪০টি ও একদিনের ম্যাচে ৯৬টি উইকেট নিয়েছেন সেহওয়াগ৷ তিনিই প্রথম ভারতীয় ব্যাটসম্যান যিনি টেস্টে তিনশ রান করেছেন৷ দু-দু’বার তিনশো রান করেছেন তিনি৷ ১৯৯৯ সালে একদিনের ম্যাচে অভিষেক হয় সেহওয়াগের৷-কলকাতা ২০ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে