স্পোর্টস ডেস্: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান কোন হাতুরুসিংহে ও অস্ট্রেলিয়ার বিশ্ব বিখ্যাত স্পিন যাদুকর শেন ওয়ার্নের একই দিনে অর্থ্যাৎ ১৩ সেপ্টম্বর জন্মদিন। সেই হিসেবে আজ ক্রিকেটের এই দুই কিংবদন্তীর জন্মদিন।
রবিবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনের এক ফাকে তিনি বলেন, 'ওয়ার্নের সঙ্গে একবার জন্মদিনের কেক কেটেছিলাম। ১৯৯২ সালে টেস্ট ম্যাচ শেষে একসঙ্গেই কেটেছিলাম কেক। দারুণ স্মৃতি!'
জীবনের ইনিংসে রবিবার ৪৭ বছরে পা দেন হাতুরুসিংহে। তবে পেশাদারিত্বের সঙ্গে আপোষ নেই বিশেষ দিনেও। জন্মদিনেও সকাল থেকেই ছিলেন মাঠে।
অন্যদিকে, ফার্নট্রি গুল্লি, ভিক্টরিয়াতে জন্ম নেয়া ক্রিকেটার শেন ওয়ার্ন ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা বোলার হয়ে থাকে। আন্তর্জাতিক ক্রিকেটে শেন ওয়ার্নের অভিষেক ১৯৯২ সালের ২রা জানুয়ারি, ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে। অভিষেকে সেভাবে আলো ছড়াতে পারেননি। ১ ইনিংসে বল করে ১৫০ রান দিয়ে ফিরিয়েছিলেন শুধু ২০৬ রান করা রবি শাস্ত্রী কে। শুরুটা ভাল না হলেও পরে তিনি অসাধারণ পারফরমেন্স করতে থাকেন| ১৪৫ টি টেস্ট ম্যাচের ২৭৩ টি ইনিংসে তিনি ৭০৮টি উইকেট নিয়েছেন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩৭ বার,আর ১০ উইকেট নিয়েছেন ১০ বার। তাছাড়া লোয়ার অর্ডারে ১৯৯ ইনিংসে ব্যাট করে করেছেন ১২ টি হাফ সেঞ্চুরী,টেস্ট ক্রিকেটে তিনি ৩০০০ এর বেশি রান করেন।তার ইনিংসে সেরা বোলিং ফিগার ৮/৭১। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি টেস্ট ক্যারিয়ার সর্বোচ্চ ৯৯ রান করেন।২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি শেষ টেস্ট ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ৩ ডিসেম্বর,২০০৭ সালে মুরালিধরন তাকে টপকাবার আগ পর্যন্ত তিনিই ছিলেন টেস্ট ইতিহাসের সরবোচ্চ উইকেট শিকারি।
সূত্র: বিডি নিউজ
১৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর