শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ০৩:০৫:৪৯

আগামী বিশ্বকাপ জিতবে ব্রাজিল, বললেন নেইমার

আগামী বিশ্বকাপ জিতবে ব্রাজিল, বললেন নেইমার

স্পোর্টস ডেস্ক: অদূর ভবিষ্যতে এই গ্রহের সেরা ফুটবলার হিসেবে তিনিই যে নিজেকে মেলে ধরতে চলেছেন তা নিয়ে বিশেষজ্ঞরা একরকম নিশ্চিত। অনেকেই আবার ভবিষ্যদ্ববাণী করার মতো বলে রেখেছেন ফিফার বর্ষসেরা বা ব্যালন ডি ওরের মতো পুরস্কারগুলি তার ঝুলিতে জমা পড়া স্রেফ সময়ের অপেক্ষা। বলছিলাম ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের কথা।

নেইমার এই মুহুর্তে বার্সেলোনার জার্সিতে যেমন উজ্বল ঠিক তেমনই জাতীয় দলের হয়েও নিজেকে অন্য উচ্চতায় তুলে ধরছেন। তবে ব্রাজিলের একটি ক্রীড়া পত্রিকাকে দেওযা সাক্ষাৎকারে শুক্রবার নেইমার স্পষ্টই বলে দিলেন ব্যালন ডি ওর পুরস্কারের জন্য তিনি আদৌ তাড়াহুড়ো করতে চান না ২৫ বছরের এই ব্রাজিলীয় তারকা বলেন, ‘‌হ্যাঁ, ব্যালন ডি ওর আমি জিততে চাই।

তবে তার জন্য কোনও তাড়াহুড়ো নেই। আমার অন্যতম লক্ষ্য এই ট্রফি জেতা। বলতে পারেন আমার স্বপ্ন। কিন্তু এটাও ঠিক কোনওদিনই ব্যক্তিগত স্বীকৃতি অর্জনের লক্ষ্যে ফুটবল খেলিনি। আমি ফুটবলকে উপভোগ করি। ভভিষ্যতেও ঠিক এমন করেই উপভোগ করতে চাই। আমার দলকে খুশি করার পাশাপাশি আমার ভক্তদেরও আনন্দ দিতে চাই। এগুলো করতে পারলেই মনে করি অনেক কিছু পাওয়া হয়ে ঘিয়েছে। ’‌

বার্সেলোনার হয়ে গত কয়েক মরশুমে প্রচুর সাফল্য পেয়েছেন তবুও নেইমারের মতে সেরা সাফল্য ব্রাজিলকে দেশের মাটিতে গত অলিম্পিকে ফুটবলের সোনা এনে দেওয়া। নেইমার বলেন, ‘‌বার্সার হয়ে টানা সাফল্য পেয়েছি। অনেক ট্রফি জিতেছি। তবে আমার কাছে সবচেয়ে স্মরনীয় ব্রাজিলকে অলিম্পিক ফুটবলের সোনা জেতানো। ‌আশা করি সামনের বছর রাশিয়ায় ফুটবল বিশ্বকাপের ট্রফিটাও ব্রাজিলই পাবে। ‌’‌
০১ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে