বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০১৭, ০৬:৪৩:৩০

আইপিএলে নতুন দল আনছে আমাজন, লোগো চিতা বাঘ!

আইপিএলে নতুন দল আনছে আমাজন, লোগো চিতা বাঘ!

স্পোর্টস ডেস্ক : প্রতীক্ষার পালা শেষ। বুধবার হায়দরাবাদে বর্ণাঢ্য অনুষ্ঠান দিয়ে পর্দা উঠেছে আইপিএল-এর দশম মরশুমের। সেই জমকালো অনুষ্ঠান মাতাতে ছ’মিনিটের জন্য পারফর্ম করেছেন বলিউড অভিনেত্রী এমি জ্যাকশন। অর্থাৎ প্রতিবারের মতো এবারও ক্রোড়পতি লিগের আয়োজনে কোনও ঘাটতি রাখা হয়নি।

বুধবারই গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ রার্নাস-আপ বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। বিরাট কোহলির অনুপস্থিতিতে আরসিবি দলের দায়িত্ব সামলান শেন ওয়াটসন। কিন্তু ঠিক তার আগে সামনে এল একটি নতুন খবর। আইপিএলে যুক্ত হতে চলেছে আরও একটি দল!

যাপারটা কী? টুর্নামেন্ট শুরুতে আরও একটি দল! তা কীভাবে সম্ভব? ঘটনা হল, সোমবার তিনটি ভিডিও প্রকাশ করেছে অনলাইন বিপনন সংস্থা আমাজন ইন্ডিয়া। সেখানেই দেখা যাচ্ছে, এক কোচ নিজের নতুন টি-টোয়েন্টি দলের কথা বলছেন। বাকিদের সঙ্গে শলা-পরামর্শ করে দলের নাম ঠিক করছেন।

এমনকী সংস্থার তরফে বলা হচ্ছে, টি-টোয়েন্টি মরশুমে নতুন দলকে স্বাগত জানাতে প্রস্তুত হোন। আরেকটি ভিডিওতে আবার বাছা হচ্ছে দলের লোগো। চিতাকে দলের লোগো হিসেবে রাখতে চান কোচ। আর থিম সং? সেও একটি বেছে নেওয়া হয়েছে।

কৌতূহলীদের প্রশ্ন, তবে কি সত্যিই আইপিএলে দল নামাতে চলেছে আমাজন? কে খেলবেন সেখানে? কবেই বা আত্মপ্রকাশ করবে সেই দল? নেটিজেনদের একাংশের দাবি, নিশ্চয়ই কোনও নয়া অফারের কথা ঘোষণা করতে চলেছে আমাজন ইন্ডিয়া। ক্রেতাদের বেশি আকর্ষণ করতেই আইপিএলের উন্মাদনাকে এর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। তবে আমাজন ইন্ডিয়ার তরফে রহস্যের উন্মোচন এখনও করা হয়নি।
০৬ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে