বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০১৭, ০৭:০০:৩৮

আইপিএলের ইতিহাসে যেটা করলেন নেহরা, এর আগে কেউই সেটা করে দেখাতে পারেনি

আইপিএলের ইতিহাসে যেটা করলেন নেহরা, এর আগে কেউই সেটা করে দেখাতে পারেনি

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গতকাল দশম আসরের প্রথম ম্যাচে দারুণ জয়ে শুভ সূচনা করেছে।

গতবারের রানার্সআপ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সেই ম্যাচেই বল হাতে অনন্য এক মাইলফলকে ছুঁয়েছেন হায়দরাবাদের বোলার আশিস নেহরা। আইপিএলের ইতিহাসে কাল যেটা করে দেখালেন নেহরা, এরআগে আর কেউই সেটা করে দেখাতে পারেননি। আইপিএলের ইতিহাসে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ১০০ উইকেট নিয়েছেন তিনি।

বেঙ্গালুরুর ব্যাটসম্যান শ্রীনাথ অরবিন্দকে সরাসরি বোল্ড করে শত উইকেটের মাইলফলকে পৌঁছেন নেহরা। উইকেটের সেঞ্চুরি পূর্ণ করতে ৮৩ ম্যাচ খেলেছেন তিনি।

চোটের সঙ্গে যুদ্ধ করেও দারুণ বোলিং পারফরম্যান্সে নিজের সেরাটা ধরে রেখেছেন নেহরা। বাঁহাতি বোলার হিসেবে আইপিএলের উইকেটশিকারির তালিকায় নেহরার পরে রয়েছেন জহির খান। ৮৯ ম্যাচে ৯২ উইকেট জহিরের।

তিনটি আইপিএল শিরোপা জেতা প্রজ্ঞান ওঝা রয়েছেন এ তালিকার তৃতীয় স্থানে। তার দখলে রয়েছে ৯২ ম্যাচে ৮৯ উইকেট। আর এবারের আইপিএলে দল না পাওয়া ইরফান পাঠান রয়েছেন তালিকার চতুর্থ স্থানে। ১০২ ম্যাচ খেলে ৮০ উইকেট রয়েছে তার ভান্ডারে।

প্রথম ম্যাচে কাল মোট দুই উইকেট নিয়েছেন নেহরা। আইপিএলের ফর্ম দিয়ে ভারতের ওয়ানডে দলে আবারও জায়গা করে নিতে পারেন ৩৭ বছর বয়সি এই পেসার। আইপিএলে ফিটনেস ধরে রেখে পর্যাপ্ত উইকেট নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে জায়গা পাওয়াই হয়তো লক্ষ্য থাকবে তার।
০৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে