বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০১৭, ০৭:৫৭:৫১

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্তিশালী বাংলাদেশ’

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্তিশালী বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফরে আসেনি অস্ট্রেলিয়া। ২০১৫ সালের ওই সিরিজটি আবার খেলতে চায় অসিরা। আগামী আগস্টে টাইগারদের বিপক্ষে খেলতে রাজি। তবে টেস্ট নয়, ওয়ানডে সিরিজ চায় অস্ট্রেলিয়া। কিন্তু বাংলাদেশ চায় টেস্ট খেলতে।

ঘরের মাঠে ভালো খেলছে বাংলাদেশ দল। গত দুই বছর তো ওয়ানডেতে দারুণ সফল মাশরাফি বিন মর্তুজার দল। সাফল্য রয়েছে টেস্টেও। গত অক্টোবরেই যেমন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেয়েছেন টাইগাররা। ঘরের মাঠে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে জয় পায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি যেহেতু টাইগারদের ঘরের মাঠে। ওই সিরিজে তাই বাংলাদেশকে ফেবারিট মানছেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। মাশরাফি-মুশফিক-সাকিবদের ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ লঙ্কান এই কিংবদন্তি।

বৃহস্পতিবার দুপুরে নিজের কার্যালয়ে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রানাতুঙ্গা বলেন, ‘ঘরের মাঠে বাংলাদেশ সব সময় ভালো দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পিন উইকেটে খেললে বাংলাদেশের ভালো সম্ভাবনা থাকবে। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ স্পিন উইকেটে ভালো করেছে। আমার মনে হয় এবারও তা-ই হবে। সব কিছু মিলিয়ে আমি বলব- বাংলাদেশই শক্তিশালী।’
০৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে