বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০১৭, ০৮:২৩:৫৮

ব্যাটিং তাণ্ডব চালিয়েই আউট হলেন সৌম্য-কায়েস

ব্যাটিং তাণ্ডব চালিয়েই আউট হলেন সৌম্য-কায়েস

স্পোর্টস ডেস্ক: কলম্বোতে শুরুতেই ব্যাটিং চালিয়েছেন ইমরুল কায়েস আর সৌম্য সরকার। তবে তা আরো বড় ঝড়ে পরিণত করতে পারেননি। অল্প ব্যবধানে দুজনই ফিরে গেছেন। বর্তমানে বাংলাদেশের স্কোর ২ উইকেট ১০০ রান। সাব্বির রহমান ১২ আর সাকিব আল হাসান ১২ নিয়ে ব্যাট করছেন।

এর আগে ইমরুল কায়েক আর সৌম্য সরকার উদ্বোধনী জুটিতে করেছিলেন ৭১ রান। সৌম্য সরকার ৩৪ আর ইমরুল কায়েস ৩৬ রানে বিদায় নেন।

বাদ তামিম চোটের কারণে এই ম্যাচে বাদ পড়েছেন তামিম ইকবাল। তিনি পিঠে আঘাত পেয়েছেন বলে জানা গেছে। আজ তিনি অনুশীলনই করেননি। মিরাজের অভিষেক এই ম্যাচের মধ্য দিয়ে টি২০-এ অভিষেক হলো মেহেদী হাসান মিরাজের। তিনি তাসকিন আহমেদের বদলে খেলছেন।

মাশরাফির বিদায়ী ম্যাচে টস জয় নিজের টুয়েন্টি টুয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ ম্যাচ দিয়েই ছোট ফরম্যাটে ইতি টানছেন ম্যাশ।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছিলো শ্রীলঙ্কা। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে লঙ্কানরা।
দুটি পরিবর্তন

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০তে দু’টি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। ড্যাশিং ওপেনার তামিম ইকবালের পরিবর্তে একাদশে এসেছেন ইমরুল কায়েস এবং পেসার তাসকিন আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। এ ম্যাচ দিয়ে টি-২০তে অভিষেক হচ্ছে মিরাজের।

০৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে