বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০১৭, ০৮:৪৮:৫৫

মাশরাফির বিদায়ী ম্যাচে নতুন ইতিহাস রচনা করলেন ইমরুল-সৌম্য

মাশরাফির বিদায়ী ম্যাচে নতুন ইতিহাস রচনা করলেন ইমরুল-সৌম্য

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ফরম্যাটে মোটেও ‘ভালো’ ব্যাটসম্যান নন ইমরুল কায়েস! পরিসংখ্যান অন্তত সেটাই বলে। এই ম্যাচের আগে পর্যন্ত ১১ ম্যাচে সাকুল্যে রান করেছেন মাত্র ৬৭। গড় ৬.৭০। তামিমের ইনজুরির কারণে সুযোগ হয় এ ম্যাচে। সুযোগটা পুরোপুরি কাজে লাগালেন ইমরুল কায়েস।

ওপেনিংয়ে নেমে নতুন রূপ দেখালেন ইমরুল। দারুণ শটস খেলেছেন উইকেটের চারদিকে। সৌম্যকে সঙ্গে নিয়ে দলকে নিয়ে যান অনেক দূর। প্রথম পাওয়ার প্লেতে তুলে ফেলেন ৬৮ রান।

মাশরাফির এই বিদায়ী ম্যাচে নতুন নতুন ইহিতাস রচনা করেছেন সৌম্যকে সঙ্গে নিয়ে। সৌম্য–ইমরুল জুটিতে এসেছে মূল্যবান ৭১ রান। মাত্র ৬.৩ ওভারে এই রান তুলেন তারা।  টি-২০ ফরম্যাটে এটা বাংলাদেশের ওপেনিং জুটির সর্বোচ্চ রান। এর আগে প্রথম জুটিতে সর্বোচ্চ রান ছিল ৬৩। ২০১৪ টি-২০ বিশ্বকাপে নেপালের বিপক্ষে ঐ রান করেছিলেন তামিম ও এনামুল হক বিজয়।

কলম্বোতে বৃহস্পতিবার ১৭ বলে ৩৪ রান করে আউট হন সৌম্য সরকার। অন্যদিকে ২৫ বলে ৩৬ করে রান আউট হন ইমরুল কায়েস। টি-২০ ফরম্যাটে এটা ইমরুলের সর্বোচ্চ রানের ইনিংস। এরআগে তার সর্বোচ্চ রান ছিল মাত্র ২২।
০৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে