বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০১৭, ০৯:৩২:৫৬

মাশরাফির বিদায়ী ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১৭৬

মাশরাফির বিদায়ী ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১৭৬

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছন মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি থেকে মাশরাফি-অধ্যায়ের ইতি ঘটবে। বিদায়ী ম্যাচে ম্যাশকে জয় উপহার দেয়ার জন্য মরিয়া হয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ১৭৭ রানের বিশাল চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে মাশরাফির দল।

টি-টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচে টস-ভাগ্যে জয়লাভ করেন মাশরাফি; নেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। সতীর্থরাও তাকে হতাশ করেননি। সৌম্য সরকার, ইমরুল কায়েস ও সাকিব আল হাসানের দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৬ রানের বিশাল সংগ্রহ গড়ে সফরকারীরা। অবশ্য শেষদিকে তালগোল না পাকালে সংগ্রহটা আরো বড় হতে পারতো।

১৯তম ওভারে মুশফিক, মাশরাফি ও মেহেদী হাসান মিরাজকে টানা তিন বলে আউট করে হ্যাটট্রিক করেন লাসিথ মালিঙ্গা। মালিঙ্গার ওভারটির কারণেই বাংলাদেশের সংগ্রহটা আরো বড় হয়নি।

বাংলাদেশের হয়ে সাকিব ৩১ বলে ৪টি চারের সাহায্যে সর্বোচ্চ ৩৮ রান করেন। ইমরুল কায়েস ২৫ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৩৬ ও সৌম্য ১৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় করেন ৩৪ রান। এছাড়া সাব্বির রহমান ১৯, মোসাদ্দেক ১৭ ও মুশফিক করেন ১৫ রান।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন হ্যাটট্রিক-ম্যান মালিঙ্গা। একটি করে উইকেট নেন থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, ভিকাম সঞ্জয় ও আসেলা গুনারত্নে।

সাবধানী সূচনার পর চতুর্থ ওভারেই বিধ্বংসী হয়ে উঠেন সৌম্য ও ইমরুল। ভিকাম সঞ্জয়ের দুটি ছক্কা হাঁকান ইমরুল। এরপর ওভারের শেষ বলে চার হাঁকান সৌম্য। ওভারটি থেকে মোট ১৮ রান নেন ইমরুল-সৌম্য।

পঞ্চম ওভারেও আক্রমণাত্মক খেলতে থাকেন ইমরুল-সৌম্য। ইমরুলের চার এবং সৌম্যর ছক্কার মধ্য দিয়ে ওভারটি থেকে ১৪ রান আদায় করে নেয় বাংলাদেশ। সব মিলিয়ে মাশরাফির বিদায়কে রাঙিয়ে দেয়ার জন্য যেন পণ করে নেমেছেন এই দুই টাইগার ওপেনার। অবশ্য আসেলা গুনারত্নের করা সপ্তম ওভারেই হোঁচট খায় বাংলাদেশ। তৃতীয় বলে গুনারত্নেকে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন দারুণ খেলতে থাকা সৌম্য।

সেকুগে প্রসন্নর করা অষ্টম ওভারের পঞ্চম বলে রানআউট হয়ে ইমরুল ফিরে গেলে ছোট একটা ধাক্কা খায় বাংলাদেশ। তবে সাকিব ও সাব্বিরের দারুণ ব্যাটিংয়ের ম্যাচের লাগাম নিজেদের হাতে রাখে টাইগাররা। কিন্তু ১২ ওভারের পরই ম্যাচের রং বদলে যায়। ১৩ থেকে ১৬- এই ৪ ওভারে মাত্র ২১ রান করতে সক্ষম হয় টাইগাররা; হারায় সাব্বির ও সাকিবের উইকেট।

শেষ দিকে আশা জাগিয়েও ১৯০-র কাছাকাছি যেতে পারেনি বাংলাদেশ। মালিঙ্গার করা ১৯তম ওভার থেকে মাত্র ৪টি রান নিতে সক্ষম হয় টাইগাররা। টানা তিন বলে তিনটি উইকেটও হারায় সফরকারীরা। নুয়ান কুলাসেকারার ওভার থেকে মাত্র ৬ রান নেয় বাংলাদেশ। ফলে ১৭৬ রানের সংগ্রহ পায় মাশরাফির দল।

এটা হতে পারতো সাধারণ একটা ম্যাচ। তবে মাশরাফি বিন মুর্তজার বিদায় ম্যাচটির গুরুত্ব অনেকাংশই বাড়িয়ে দিয়েছে। দুদিন আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন মাশরাফি। বৃহস্পতিবার একই মাঠে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে শেষবারের মতো মাঠে নামলেন তিনি।

বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। কোমরের ব্যথার কারণে তামিম ইকবাল একাদশ থেকে ছিটকে পড়েছেন। তার জায়গায় ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গী হয়েছেন ইমরুল কায়েস। অন্যদিকে তাসকিন আহমেদের জায়গায় একাদশে ঢোকা মেহেদী হাসান মিরাজের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে স্বাগতিক শ্রীলঙ্কা।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৫৫ রানের মাঝারি মানের সংগ্রহ গড়ে বড় হার নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। ৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করেছিল লঙ্কানরা। বৃহস্পতিবার সিরিজ হার এড়ানোর পাশাপাশি মাশরাফিকে বিদায়ী উপহার দেয়ার লক্ষ্যেই মাঠে নেমেছে টাইগাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। দ্বিতীয় টেস্টে দাপটের সঙ্গে জিতে সিরিজ সমতায় শেষ করে মুশফিকের দল। এরপর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের বিধ্বস্ত করে এগিয়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে বৃষ্টি এবং শেষ ম্যাচে শ্রীলঙ্কা জয় পাওয়ায় সিরিজ জেতা হয়নি লাল সবুজের প্রতিনিধিদের। টি-টোয়েন্টি সিরিজে হার দিয়ে শুরু করার পর বৃহস্পতিবার মান বাঁচানোর লক্ষ্যে মাঠে নেমেছে মাশরাফির দল।
০৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে