রবিবার, ০৯ এপ্রিল, ২০১৭, ০১:১২:২১

আজ কলকাতার একাদশে থাকবেন সাকিব?

আজ কলকাতার একাদশে থাকবেন সাকিব?

স্পোর্টস ডেস্ক: আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচে খেলতে পারেননি সাকিব আল হাসান। যদিও দলের সঙ্গেই ছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ে ম্যাচসেরা সাকিব পরের দিন ম্যাচের আগেই রাজকোটে যোগ দেন কলকাতা দলের সঙ্গে। তবে একাদশে ছিলেন না তিনি। আজ কলকাতার একাদশে থাকবেন সাকিব?

আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে গৌতম গম্ভীরের দল। তাদের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। আজ কলকাতার একাদশে দেখা যাবে সাকিবকে? মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সরাসরি দেখা যাবে সনি সিক্স ও সনি ইএসপিএন চ্যানেলে।

প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ে শুভ সূচনা করেছে কলকাতা। গুজরাট লায়ন্সের দেওয়া ১৮৪ রানের লক্ষ্যে দুই ওপেনার গম্ভীর ও ক্রিস লিনের খুনে ব্যাটিংয়ে ৩১ বল বাকি থাকতেই ১০ উইকেটের জয় তুলে নেয় কলকাতা।  টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো উইকেট না হারিয়ে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ড এটি।  আজ কলকাতা তাদের ‘উইনিং কম্বিনেশন’ ভাঙে কি না, সেটাই এখন দেখার।

গত আইপিএলে মুম্বাইয়ের বিপক্ষে দুটি ম্যাচই হেরেছিল কলকাতা। মুম্বাইয়ের এবারের শুরুটা যদিও ভালো হয়নি। রোহিত শর্মার দল প্রথম ম্যাচে হেরেছে রাইজিং পুনে সুপারজায়ান্টের কাছে।  তবে মুম্বাইয়ের জন্য সুখবর, সদ্যই বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করা লাসিথ মালিঙ্গা দলের সঙ্গে যোগ দিয়েছেন।  দুঃসংবাদও আছে।  আগের ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়া আম্বাতি রাইডুকে কমপক্ষে ১০ দিনের আগে পাবে না মুম্বাই।
৯ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে