রবিবার, ০৯ এপ্রিল, ২০১৭, ০১:২১:১০

মাশরাফির পদত্যাগ ইস্যুতে ফাঁস হলো চাঞ্চল্যকর নানা তথ্য

মাশরাফির পদত্যাগ ইস্যুতে ফাঁস হলো চাঞ্চল্যকর নানা তথ্য

স্পোর্টস ডেস্ক: মাশরাফির পদত্যাগ ইস্যুতে ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য। এক সংবাদ সুত্রের প্রতিবেদনে জানা যায়, প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে খোলামেলা ভাবে অভিযোগ তুলেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।  শ্রীলঙ্কা সফরে টি-টুয়েন্টি থেকে অবসর নেয়ার অনিচ্ছাকৃত সিদ্ধান্তও ওই হাথুরুসিংহের কারনে বলে ধারনা করা যায়।

তার উপর শততম টেস্টের আগে মাহমুদুল্লাহকে দেশে পাঠিয়ে দেয়ার মত সিদ্ধান্তের পেছনেই হাথুরুর হাতের ছাপ স্পষ্ট।  সব মিলিয়ে শ্রীলঙ্কা সফরে মাঠের ক্রিকেটের পেছনেও অনেক কিছু ঘটে গেছে।

প্রতিবেদন থেকে জানা যায় লঙ্কাদ্বীপে টি-টুয়েন্টি সিরিজের আগে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসানের সাথে দলের সিনিয়র ক্রিকেটারদের বৈঠক হয়।  সেই বৈঠকের পরেই নাকি মাশরাফি টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নেন।

ওই বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি কর্তা বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, ‘কোচের ব্যাপারে ক্রিকেটারদের এমন মনোভাব ঘুণাক্ষরেও আঁচ করতে পারিনি!’

বৈঠকে ক্রিকেটারদের পক্ষে কোচ হাথুরুসিংহে ইস্যুতে উপমা টেনে মাশরাফি বলেছিলেন, ‘কোচ যদি সমুদ্রের এপারে হয় তো আমরা ক্রিকেটাররা ওই পারে!’

মাশরাফির এহেন মন্তব্যে ড্রেসিং রুমের পরিবেশ সম্পর্কে স্পষ্ট ধারনা পাওয়া যায়।  তবে কোচের ক্রিকেটীয় দক্ষতা নিয়ে কোন ধরনের অভিযোগ নেই বৈঠকে মাশরাফির পাশে থাকা সাকিব, তামিম, মুশফিকদের।

আরও বিস্তারিত ব্যাখ্যা করতে গিয়ে মাশরাফি টেস্ট দল থেকে মমিনুল হকের বাদ পড়ার বিষয়টি টেনে আনেন।  মাশরাফি প্রধান কোচের দিকে সরাসরি আঙ্গুল তুলে বলেছিলেন,

‘মমিনুলকে বলা হলো অফস্পিন খেলতে পারছে না।  সেটা ঠিক না করে ওকে পাঠিয়ে দেওয়া হলো।  অথচ আমাদের উচিত ছিল ওর সমস্যাগুলো শুধরে দেওয়া।  তাতে মমিনুল হতো আমাদের (চেতেশ্বর) পূজারা। ’

একই গুঞ্জন শোনা যায় ইমরুল কায়েস ইস্যুতেও।  এমনকি নিউজিল্যান্ডে ওয়েলিংটন টেস্টে ইনিংস ঘোষণা নিয়েও মাত্রা ছাড়িয়েছেন এই শ্রীলঙ্কান।  কাপ্তান মুশফিক প্রথম ইনিংস ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করতে চাইছিলেন না।

চেয়েছিলেন প্রথম ইনিংস আরও লম্বা করে হারের সমীকরণ অঙ্ক থেকে বাদ দিয়ে দিতে।  কিন্তু হাথুরু বলেছিলেন,  ‘তুমি না দিলে আমিই ইনিংস ডিক্লেয়ার্ড করছি!’

সেই টেস্টে দ্বিতীয় ইনিংস ব্যর্থতায় নিউজিল্যান্ডের মাটিতে ম্যাচ ড্র করার সুযোগ হারিয়ে বসে বাংলাদেশ।  পরবর্তীতে দ্বিতীয় ইনিংসের ব্যর্থতার দায় চাপিয়ে দেয়া হয় ক্রিকেটারদের উপর।  সেই বৈঠকে মাশরাফি নাকি কোচকে সামনে রেখেই কথা গুলো বলতে চেয়েছিলেন।  কিন্তু বোর্ড প্রেসিডেন্টের অনীহায় সেটা হয়ে ওঠে নি।
৯ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে