রবিবার, ০৯ এপ্রিল, ২০১৭, ০১:২৪:৫২

আমাকে একটা মাশরাফি দাও, আমি ১১টা সোনার টুকরা উপহার দেবো: শন পোলক

আমাকে একটা মাশরাফি দাও, আমি ১১টা সোনার টুকরা উপহার দেবো: শন পোলক

স্পোর্টস ডেস্ক: আগে কোন ঘোষণা না দিয়ে আচমকা টি-টোয়েন্টি ক্রিকেট থেকে মাশরাফি বিন মুর্তজার অবসরের ঘটনায় ব্যথিত তার ভক্তরা।  তার আচমকা অবসর কোনোভাবেই মেনে নিতে পারছে না ক্রিকেটপ্রেমীরাও।  

ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ভক্তদের নানা মন্তব্য।  তার সতীর্থরাও সামাজীক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে আবেগঘন অনুভূতির কথা।  এই সফল অধিনায়ক ম্যাশকে নিয়ে বিখ্যাত ক্রিকেটারেরা অসাধারণ সব উক্তি করেছেন।

# আমার দুর্ভাগ্য, আমি মাশরাফির সাথে এক টিমে খেলতে পারিনি — ব্রায়ান লারা (সাবেক অধিনায়ক, ওয়েস্ট ইন্ডিজ)।

# পৃথিবীতে দুই ধরনের বোলার আছে।  এক মাশরাফি আর অন্যটি বাকি সব — গ্লেন মেগ্রা (সাবেক ফাস্ট বোলার, অস্ট্রেলিয়া)

# আমার সৌভাগ্য, আমাকে কোনোদিন মাশরাফির বল মোকাবেলা করতে হয় নি– স্যার ভিভ রিচার্ডস (লিজেন্ড ব্যাটসম্যান, ওয়েস্ট ইন্ডিজ)

অধিনায়ক তো অনেকেই আছেন, মা আছেন কয়জন? — মাশরাফির ব্যাপারে ইঙ্গিত করে এডাম গিলক্রিস্ট (সাবেক উইকেটকিপার, অস্ট্রেলিয়া)

# আপনি যদি মাশরাফির পুরো এক ওভার স্বাচ্ছন্দ্যে খেলে ফেলতে পারেন তার মানে একদিন আপনি লিজেন্ড হবেন– ভিভিএস লাক্সম্যান (সাবেক ব্যাটসম্যান, ইন্ডিয়া)

# নেতা, মানুষ আর খেলোয়াড় এই৩টি শব্দ যোগ করলে মাশরাফির মতো কোনো ক্রিকেটার এর আগে কোনোদিন ক্রিকেটবিশ্ব দেখেনি — নাসের হোসাঈন (সাবেক ক্যাপ্টেন, ইংল্যান্ড)

# তোমরা আমাকে একজন মাশরাফি দাও, আমি তোমাদের এগারোটা “সোনার টুকরো” (ক্রিকেটার) উপহার দিবো — শন পলক (সাবেক অধিনায়ক, দক্ষিন আফ্রিকা)

# আমাদের সৌভাগ্য আমরা মাশরাফির যুগে জন্মেছিলাম — আমিনুল ইসলাম বুলবুল (সাবেক ক্যাপ্টেন, বাংলাদেশ)

# আমি শেরে বাংলা একে ফজলুল হককে দেখি নি, মাশরাফি ভাইকে দেখেছি — মোসাদ্দেক হোসেন সৈকত (বাংলাদেশ)
৯ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে