রবিবার, ০৯ এপ্রিল, ২০১৭, ০২:৩৯:৫৩

আইসিসিতে টি-২০ র‌্যাঙ্কিংয়ে মাশরাফির বেশ উন্নতি

আইসিসিতে টি-২০ র‌্যাঙ্কিংয়ে মাশরাফির বেশ উন্নতি

স্পোর্টস ডেস্ক: সদ্যই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে টুয়েন্টি টুয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অবসর যাওয়ার পর টি-২০ র‌্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে ম্যাশের। তাই ৩৬তমস্থানে থেকেই ক্যারিয়ার শেষ করলেন মাশরাফি।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ শেষে র‌্যাঙ্কিংয়ে ৪১তম স্থানে উঠে আসেন মাশরাফি। ওই ম্যাচে ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।

এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৪ ওভারে ৩০ রানে ১ উইকেট শিকার করেন মাশরাফি। ওই ম্যাচটিই ছিলো মাশরাফির টি-২০ ক্যারিয়ারের শেষ ম্যাচ।

অবসরের পর প্রকাশিত আইসিসির সর্বশেষ টি-২০ র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ৩৬তম স্থানে উঠে এলেন মাশরাফি। তার রেটিং পয়েন্ট ৫৩৪। ক্যারিয়ারে মাশরাফির সর্বোচ্চ রেটিং ছিল ৫৪৫। ২০১৬ সালে সর্বশেষ টি-২০ বিশ্বকাপে প্রথম রাউন্ডে ওমানের বিপক্ষে ম্যাচ শেষে ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং অর্জন করেছিলেন ম্যাশ।
৯ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে