সোমবার, ১০ এপ্রিল, ২০১৭, ০৮:৩৭:০০

সাকিব না পারলেও তামিম ভেঙেছেন নিজের রেকর্ড

সাকিব না পারলেও তামিম ভেঙেছেন নিজের রেকর্ড

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ এক মৌসুম শেষ করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গত সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু, শেষটা হলো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে। এ সময়ে ২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই ২৪ ম্যাচের সব কটিতে বাংলাদেশ দলে ছিলেন শুধু একজন—সাকিব আল হাসান। বল হাতে ২৪ ম্যাচে ৪৯ উইকেট সাকিবের। আর মাত্র ৩ উইকেট পেলেই এক মৌসুমে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নিজের রেকর্ড ছুঁতে পারতেন সাকিব।

সাকিব না পারলেও ব্যাটিংয়ে তামিম ভেঙেছেন নিজের রেকর্ড। ২৩ ম্যাচে ১১৪৫ রান তামিমের। এর আগে ২০০৯-১০ মৌসুমে ১০৮২ রান করেছিলেন এই বাঁহাতি ওপেনার। তামিমের ওই রান অবশ্য এবার ছাড়িয়ে গেছেন সাকিবও। এবার ১১৩৯ রান করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এক মৌসুমে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান

আন্তর্জাতিক ক্রিকেট

                   ম্যাচ  ইনিংস    রান     সর্বোচ্চ     গড়     ১০০/৫০     মৌসুম

তামিম ইকবাল      ২৩    ২৯   ১১৪৫   ১২৭   ৩৯.৪৮    ৩/৬    ২০১৬-১৭

সাকিব আল হাসান   ২৪    ৩০   ১১৩৯   ২১৭   ৩৭.৯৬    ২/৬    ২০১৬-১৭

তামিম ইকবাল      ২১    ২৬   ১০৮২   ১৫১    ৪১.৬১    ২/৮    ২০০৯-১০

হাবিবুল বাশার       ১৮    ২৫    ৮৯৯   ১০৮   ৩৫.৯৬    ১/৭      ২০০৩

মুমিনুল হক         ১৭    ২০    ৮৭৯    ১৮১   ৫১.৭০    ৩/৪    ২০১৩-১৪
১০ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে