সোমবার, ১০ এপ্রিল, ২০১৭, ০৮:৪৯:৩৮

মাশরাফির অবসর ইস্যুতে বিসিবির অবস্থান স্পষ্ট করলেন খালেদ মাহমুদ

মাশরাফির অবসর ইস্যুতে বিসিবির অবস্থান স্পষ্ট করলেন খালেদ মাহমুদ

স্পোর্টস ডেস্ক: মাশরাফির অবসর ইস্যুতে বিসিবির অবস্থান স্পষ্ট করেছেন জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ।  অধিনায়কত্ব ছাড়তে মাশরাফিকে অনুরোধ করেছিল টিম ম্যানেজমেন্ট।  আর টি টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত অধিনায়কের একার।  সিদ্ধান্ত পরিবর্তনের কোন সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তিনি।

পরস্পর বিরোধী মন্তব্যে ধুম্রজাল তৈরি হয়েছিল মাশরাফির অবসর ইস্যুতে।  ধোঁয়াশা কাটলো ম্যানেজার খালেদ মাহমুদের কথায়।  নড়াইল এক্সপ্রেস সিদ্ধান্ত থেকে সরে আসবেন না বলেও মনে করেন তিনি।

পরোক্ষ ভাবে ক্রিকেটের ছোট ফরম্যাট থেকে মাশরাফির সরে যাওয়ার পথ তৈরি করাই ছিল বোর্ডের উদ্দেশ্য।

প্রথম টেস্টের পর মাহমুদুল্লাহ ইস্যু ও অধিনায়কত্ব ছাড়তে মাশরাফিকে টিম ম্যানেজমেন্টের অনুরোধের মত ঘটনাবহুল সফর শেষে চলছে তার কাটাছেড়া।  যদিও বোর্ডের পক্ষে যুক্তি ম্যানেজারের।

এদিকে সেই আলোচনা শেষ না হতেই শুরু হয়ে গেছে আয়ারল্যান্ড-ইংল্যান্ড সফরের প্রস্তুতি।  বিপরীতমুখী কন্ডিশন  হলেও দলে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে ইংল্যান্ডের সাসেক্সে দশদিনের কন্ডিশনিং ক্যাম্প করবে জাতীয় দল।  আর সেখানেই দলের সাথে যোগ দেবেন হেড কোচ হাথুরুসিংহে।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে