সোমবার, ১০ এপ্রিল, ২০১৭, ০৯:১৯:৫৩

‘ভাবনায় এখন শুধুই আইপিএল’

‘ভাবনায় এখন শুধুই আইপিএল’

স্পোর্টস ডেস্ক: প্রায় ৪০ দিনের এক স্মরণীয় সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। কলম্বো থেকে টাইগাররা ঢাকায় ফিরলেও দলের সঙ্গে আসেননি সাকিব আল হাসান। আইপিএল খেলতে এই ক্রিকেটার সরাসরি ভারত গেছেন। তার আগে জানিয়েছেন পুনরায় অধিনায়ক হলে উপভোগ করবেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে মাশরাফির অধ্যায় শেষ হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচটি দিয়ে। আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা দেয়া না হলেও (বিসিবি) সভাপতি সাকিবকেই মাশরাফির উত্তরসূরি হিসেবে এগিয়ে রেখেছেন।

অধিনায়কের দায়িত্ব পেলে কতটা উজ্জীবিত করবে তাকে এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘যদি অধিনায়ক হই, তাহলে উজ্জীবিত তো করবেই। অবশ্য এমনিতেও উজ্জীবিত করবে। আমাদের দলটা অনেক ভালো, প্রতিযোগিতাও অনেক বেশি। অধিনায়ক হলে ভবিষ্যতে আমার জন্য এটা সাহায্য করবে।’

তবে বিষয়টি নিয়ে একেবারেই ভাবছেন না দেশের অন্যতম সেরা এই ক্রিকেটার। বরং তার ভাবনায় এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সাকিব বলেন, ‘বাংলাদেশের পরের টি-টোয়েন্টি অনেক দূরে। তাই এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই।’

তিনি আরও বলেন, ‘এখনও আমি জানি না (অধিনায়কত্বের বিষয়টি)। গুরুত্বপূর্ণ হচ্ছে দলের সঙ্গে থাকা এবং অবদান রাখা। চেষ্টা করা যে দলের জন্য কতটা ভালো করা যায়। আমি এখন আইপিএল নিয়েই ভাবছি।’

লঙ্কানদের বিপক্ষে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ ড্র করলেও তিন ফরম্যাটেই যথেষ্ট এগিয়েছে বাংলাদেশ। বিষয়টি মানছেন সাকিবও। তিনি বলেন, ‘প্রথম টেস্টে পরাজয়ের পর আমরা দ্বিতীয়টিতে বিশাল উন্নতি করেছি। ওয়ানডেতে আমরা গেল কয়েক বছর ধরে ধারাবাহিকতা বজায় রেখেছি। তৃতীয় ওয়ানডেতে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, কিন্তু সর্বোপরি টেস্ট এবং টি-টোয়েন্টিতে আমরা মাইন্ড সেট করতে পেরেছি। আমরা বিদেশের মাটিতে এভাবে খুব কমই জয় পেয়েছি’।

উল্লেখ্য, এবারের আইপিএল আসর ইতোমধ্যেই শুরু হয়েছে। বরাবরের মতো এবারো কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে মাঠ মাতাবেন সাকিব।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে