সোমবার, ১০ এপ্রিল, ২০১৭, ০৯:৪৪:৪৬

আজ নিজ নিজ দলে যোগ দিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা

আজ নিজ নিজ দলে যোগ দিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক: হঠাৎ করেই জানা গেল মাহমুদুল্লাহ রিয়াদ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে খেলছেন আবাহনীর হয়ে। অবশ্য তাকে দলে নিতে কিছু বিতর্কিত ঘটনা ঘটেছিল বলে অভিযোগ রয়েছে। এর সত্যতা অবশ্য পাওয়া যায়নি। এছাড়া আবাহনীর অন্য দুই তারকা নাম মোসাদ্দেক হোসেন সৈকত ও তাসকিন আহমেদ। জাতীয় দলের এই তিন তারকা ক্রিকেটারকে নিয়ে আবাহনী সাজিয়ে ছিল শিরোপা ধরে রাখার স্বপ্ন।

কিন্তু আবাহনীর হয়ে তাদের খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হচ্ছে না। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান ২৬শে এপ্রিল ইংল্যান্ডের সাসেক্সে ক্যাম্পের জন্য দেশ ছাড়ছে ২৫ জনের একটি প্রাথমিক জাতীয় দল। ওই দলে রয়েছে আবাহনীর এ তিন তারকা ক্রিকেটারও। তবে দলের সহকারী কোচ সাবেক ক্রিকেটার তালহা জুবায়ের জানালেন তারকা ক্রিকেটারদের অভাব বোধ করলেও আবাহনী তাদের ওপর নির্ভরশীল নয়। তারকাদের ছাড়াই তারা শিরোপা ধরে রাখতে প্রস্তুত।

তিনি বলেন, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক ও তাসকিন দলে থাকা মানে অন্যরকম আত্মবিশ্বাস। ওরা যদি খেলতে না পারে মাঠে তাদের অভাবটা বোধ হবে। কিন্তু আবাহনী যে দল গড়েছে, তাতে তারকাদের ওপর আমরা খুব একটা নির্ভরশীল নই। তারা চলে গেলেও আমাদের যে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটাররা আছে তাদের নিয়েই অন্য যেকোনো দলকে হারাতে আমরা প্রস্তুত।’

শেষ আসরে কোচ খালেদ মাহমুদ সুজন দলটির সঙ্গে যোগ দিয়েছিলেন, চ্যাম্পিয়নও হয় দল। এবারও জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালক এ ক্রিকেটার দলের প্রধান কোচ হিসেবেই আছেন। জাতীয় দলের ক্রিকেটাররা ছুটিতে থাকায় এখনো তারা দলের সঙ্গে যোগ দেননি। তবে খালেদ মাহমুদ ও তালহা জুবায়ের এরই মধ্যে দল নিয়ে অনুশীলন শুরু করেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) মাঠে। আজ থেকে জাতীয় দলের ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির ম্যানেজার শেখ মামুন। তিনি বলেন, ‘এখনও জাতীয় দলের ক্রিকেটাররা শ্রীলঙ্কা থেকে ফিরে বিশ্রামে আছেন। তারা হয়তো আজ দলের সঙ্গে যোগ দেবেন।’  

জাতীয় দলের তারকারা চলে গেলেও দলের বিকল্প শক্তি নিয়ে বেশ আশাবাদী তালহা জুবায়ের। বিশেষ করে অভিজ্ঞ শুভাগত হোম,  মিঠুন আলী, সাকলাইন সজীব, সানজামুলের সঙ্গে সাইফ হাসান, আফিফ হোসেন ও নাজমুল হোসেন শান্তদের মতো প্রতিভাবান তরুণরা দলে আছেন বলে। সহকারী কোচ বলেন, ‘প্রথমে আমাদের ব্যাটিংটা দেখেন। ওপেনিংয়ে আমাদের বেশ কয়েকজন আছে। যেমন মিঠুন, সাদমান ইসলাম, লিটন দাস, আফিফ হোসেন। এখনও ঠিক করিনি কোন দুজন ওপেন করবে। মিডল অর্ডারে শুভাগত আছে। মাহমুদুল্লাহ ও মোসাদ্দেক  থাকলে তারাও খেলবে। না থাকলেও মিডল অর্ডার নিয়ে তাদের চিন্তা নেই।

বোলিংয়ে তাসকিন আমাদের সেরা হলেও তাকে ছাড়া আমাদের বিকল্প আরও এক পেস বোলিং প্রতিভা আবু জায়েদ রাহী ও অলরাউন্ডার কাজী অনিক এবং সদ্য জাতীয় দলে সুযোগ পাওয়া সাইফ উদ্দিন। এছাড়া স্পিনে সাকলাইন সজীবের সঙ্গে সানজামুল, আফিফ হোসেনও আছে। সব মিলিয়ে বলবো, দলটি আমাদের সবদিক থেকেই ভারসাম্যপূর্ণ। যে কারণে আমি বলতে সাহস পাচ্ছি, তারকাদের ছাড়াই আমাদের ভালো করার সামর্থ্য আছে। আর লিটন যদিও এখন ইনজুরিতে কিন্তু শুনেছি ও দ্রুতই দলে ফিরবে। যত দিন ও না আসে বা ফিট না থাকে উইকেটের পেছনে থাকবে মিঠুন আলী। আর দলে বিদেশি ক্রিকেটার হিসেবে যোগ দেবেন ভারতীয় ব্যাটসম্যান উদয় কৌশল। খেলবেন লীগের শুরু থেকেই।’

১৯৭৪ সালে প্রথম বিভাগ ক্রিকেট লীগ নামে ঢাকার ক্লাব ক্রিকেট শুরু হয়েছিল। তার ঠিক ১৩ বছর পর ১৯৮৭ সালে নতুনভাবে নামকরণ হয় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ হিসেবে। এ পর্যন্ত ৪০ বার লীগ মাঠে গড়িয়েছে। অবশ্য দুটি আসর মাঝে হয়নি। লীগের এ দীর্ঘ ইতিহাসে আবাহনী অন্যতম সফল একটি দল। এর মধ্যে দুবার যুগ্মভাবে জিতলেও সবচেয়ে বেশি ১৮ বার চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী।

এবার জিতলে তার সংখ্যা দাঁড়াবে ১৯। তবে শিরোপা রক্ষার সঙ্গে সঙ্গে মাঠে ভালো ক্রিকেট উপহার দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন সহকারী কোচ তালহা জুবায়ের। তিনি বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে মাঠে সেরা ক্রিকেট উপহার দেয়া। দলে তারুণ্যের যে আধিক্য, তাতে আমাদের দলটি বোলিং-ব্যাটিংয়ের চেয়ে ফিল্ডিংয়ে বেশি এগিয়ে থাকবে। তরুণ ক্রিকেটার যারা আছেন তারা অত্যন্ত প্রতিভাবানও। যাদের নিয়ে মাঠে যেকোনো দলকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া সম্ভব হবে।’
১০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে