সোমবার, ১০ এপ্রিল, ২০১৭, ১০:৫৪:৩৮

জীবনের সেরা ইনিংস খেললেন বাবর আজম, বড় জয় পেলো পাকিস্তান

জীবনের সেরা ইনিংস খেললেন বাবর আজম, বড় জয় পেলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনশর ওপরে রান তুলেও জেতা হয়নি। দ্বিতীয় ওয়ানডেতে সেটি হতে দেয়নি পাকিস্তান। বাবর আজম ও হাসান আলির ক্যারিয়ার সেরা ব্যাটিং-বোলিংয়ে ৭৪ রানের বড় জয়ে তিন ম্যাচ সিরিজে সমতা ফিরিয়েছে সফরকারীরা। শুরুতে ব্যাট করে ২৮২ রান করার পর, স্বাগতিকদের গুটিয়ে দিয়েছে ২০৮ রানে।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে আহমেদ শেহজাদকে (৫) হারিয়ে শুরু পাকিস্তানের। পরে দলকে ৪৪ রানে রেখে সাজঘরে ফেরেন আরেক উদ্বোধনী কামরান আকমলও (২১)।

সেখান থেকে ইনিংস মেরামতের কাজে নেমে পড়েন বাবর আজম এবং মোহাম্মদ হাফিজ। হাফিজ (৩২) ফিরে গেলেও লড়াইটা চালিয়ে যান বাবর। শেষ পর্যন্ত ১২৫ রানে অপরাজিত ছিলেন। তার ক্যারিয়ারের সেরা ও পঞ্চম সেঞ্চুরিটি দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেয়। ৪৩ রানে বাবরকে যোগ্য সঙ্গ দিয়েছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তাতে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২৮২ রান।

রান তাড়া করতে নেমে আগের ম্যাচে ৩০৮ টপকে যাওয়ার নিজেদের রেকর্ড অনুপ্রেরণা হতে পারেনি ক্যারিবীয়দের। হাসান আলির বোলিং তোপে একের পর এক উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ৩৮ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন এই ডানহাতি মিডিয়াম পেসার।

ক্যারিবীয়রা একসময় ৭৫ রানেই ৬ উইকেট হারায়। শেষদিকে অধিনায়ক জেসন হোল্ডার এবং অ্যাশলে নার্স প্রতিরোধ গড়লে ৪৪.৫ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ২০৮ পর্যন্ত যায় উইন্ডিজ। হোল্ডার ৬৮ ও নার্স ৪৪ রান করেন।

ম্যাচ সেরা হয়েছেন বাবর আজম। সিরিজের মীমাংসা হবে আগামী ১১ এপ্রিলের তৃতীয় ওয়ানডেতে।
১০ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে