সোমবার, ১০ এপ্রিল, ২০১৭, ০১:০৫:৩৯

সাকিবকে কলকাতার একাদশে সুযোগ করে দিচ্ছেন ইনজুরিতে পড়া লিন

সাকিবকে কলকাতার একাদশে সুযোগ করে দিচ্ছেন ইনজুরিতে পড়া লিন

স্পোর্টস ডেস্ক: ক্রিস লিনের জায়গায় একাদশে আসছেন সাকিব। ক্রিস লিনের জায়গায় একাদশে আসছেন সাকিব। কলকাতা নাইট রাইডার্সের অস্ট্রেলিয়ান ওপেনার ক্রিস লিন ইনজুরিতে পড়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জশ বাটলারের ক্যাচ নেবার প্রচেষ্টায় কাঁধে আঘাত পান তিনি।  আর তাই, এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার অংশগ্রহণ শঙ্কার মুখে পড়েছে।

তবে, ক্রিস লিনের ইনজুরির সুবাদে কপাল খুলে যেতে পারে বাংলাদেশের সাকিব আল হাসানের। এখন অবধি কলকাতা নাইট রাইডার্স দুটো ম্যাচ খেলে ফেললেও একটাতেও একাদশে ছিলেন না সাকিব। তবে, এবার চার বিদেশির কোটায় দেখা মিলতে পারে সাকিবের।

পরবর্তীতে ফিজিওর প্রাথমিক চিকিৎসার পর কাঁধে আইসব্যাগ লাগিয়ে ঘুরতে দেখা যায় তাকে। গত দু’বছরে এই নিয়ে তিনবার কাঁধের ইনজুরিতে পড়লেন লিন। এবারো হয়ত তাকে বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে। লিনের টুইটেও মিলেছে তেমন ইঙ্গিত। ম্যাচের পর লিন টুইট করেন, ‘প্রিয় ক্রিকেট ঈশ্বর, আমি কি কোন অন্যায় করেছিলাম?’

পরবর্তী কয়েকদিন ক্রিকেট থেকে ছিটকে যাবার আক্ষেপেই হয়ত এমন টুইট করেছেন লিন। আইপিএলের এই আসরে লিন অবশ্য আছেন বিধ্বংসী ফর্মে। প্রথম দুই ম্যাচেই ধামাকা ব্যাটিং করেছেন এই অস্ট্রেলিয়ান।

গুঞ্জন আছে, ইনজুরি প্রবণতার কারণে ক্যারিয়ার দীর্ঘ করতে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নিতে পারেন লিন! ক্রিস লিনের ইনজুরিতে ভাগ্য খুলতে যাচ্ছে অলরাউন্ডার সাকিবের। কম্বিনেশনের কারণে ডাগ আউটে বসে থাকা এই বাংলাদেশী অলরাউন্ডারকেই হয়ত রিপ্লেসমেন্ট হিসেবে প্রথম পছন্দ কলকাতা ম্যানেজমেন্টের।

সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজ শেষে কেকেআরের সাথে যোগ দিয়েছেন সাকিব। উল্লেখ্য, কেকেআরে যোগ দেবার পর থেকে সব গুলো আইপিএলেই সাকিব ছিলেন দলের অপরিহার্য অংশ। ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞ হার্শা ভোগলেও মনে করেন, সাকিব এবারের আইপিএলে কেকেআরের অন্যতম ভরসা হতে যাচ্ছেন। ক্রিস লিনের ইনজুরিতে পাওয়া সুযোগ এখন কিভাবে কাজে লাগান সাকিব সেটাই এখন দেখার বিষয়
১০ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে