সোমবার, ১০ এপ্রিল, ২০১৭, ০৩:৫২:২৭

কলকাতার জন্য দু:সংবাদ

কলকাতার জন্য দু:সংবাদ

স্পোর্টস ডেস্ক: মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গতকাল একটি ক্যাচ ধরতে গিয়ে মাটিয়ে পড়ে গিয়ে বাম কাঁধে আঘাত পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সেও ড্যাশিং ওপেনার ক্রিস লিন। আর লিনের এই ইনজুরি নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছে কেকেআর। আঘাতের পরপরই লিন মাঠ ছাড়তে বাধ্য হন।

গত এক বছরে এই কাঁধের আঘাতেই লিন প্রায়ই মাঠের বাইরে ছিলেন। ২০১৪ সালে তার কাঁধে অস্ত্রোপচার করা হয়। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসে চতুর্থ ওভারে জোস বাটলারের ক্যাচ ধরতে লিন মিড অফ থেকে দৌড়ে গিয়েছিলেন।

কিন্তু ডাইভ দিতে গিয়ে কাঁধে আঘাত পেয়ে সাথে ফিজিওর সহায়তায় তিনি মাঠ ত্যাগ করেন। তার ইনজুরি নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া না গেলেনও ব্রিসবেন হিট ও মুম্বাই ইন্ডিয়ান্সের কন্ডিশনিং কোচ পল চ্যাপম্যান লিনকে পর্যবেক্ষন করেছেন। ব্রিসবেনে থাকাকালীন ২৬ বছর বয়সী লিনের ইনজুরি নিয়ে কাজ করেছেন চ্যাপম্যান।

এদিকে হিটের জেনারেল ম্যানেজার এ্যান্ড্রু ম্যাকশি জানিয়েছেন ইতোমধ্যেই আমরা তার ইনজুরি সম্পর্কে অবগত হয়েছি। যদিও বিষয়টা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আবারো একই স্থানে আঘাত পাওয়াটা তার জন্য হতাশার।

গুজরাট লায়ন্সের বিপক্ষে আইপিএলের এবারের আসরে প্রথম ম্যাচে ৪১ বলে ৯৩ রান করেছিলেন লিন। এই ইনিংসের পরে ইতোমধ্যেই লিনকে নিয়ে দারুণভাবে ভাবতে শুরু করেছে কেকেআর।
১০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে