স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সিরিজ নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের বল আঘাত হেনেছে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যানের মাথার পিছনে। তাতে করে আহত মরগ্যানকে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
মরগানের মাথায় বলের আঘাত হঠাৎ করেই ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড মাঠে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল। মনে করিয়ে দিয়েছিলো মাত্র এক বছর আগেই অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে এমনি একটি বলের আঘাতে অকালে প্রাণ হারিয়েছিলের ফিল হাগসকে।
মরগ্যানের মাথার পিছন দিকে স্টার্কের বলটি আঘাত করার পর অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মনেও যেন সেই আতঙ্কই ফিরে এসেছিল। দ্রুতই তাই তারা ইংলিশ অধিনায়কের দিকে ছুটে এসেছেন। তাৎক্ষণিক তার পরিচর্যায় মনোনিবেশ করেছে অস্ট্রেলিয়ানরা। শেষ অব্দি মরগ্যানকে ড্রেসি রুমেই ফিরতে হয়েছে।
এ রিপোর্ট লেখা অব্দি সর্বশেষ খবর, চিকিৎসাধীন রয়েছেন মরগ্যান। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইসিবির হেড গাইডলাইনস অনুসারে চিকিৎসা চলছে মরগ্যানে। এই ম্যাচে তিনি আর খেলতে পারবেন কি-না তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
১৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে