স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসরে লিজেন্ডস অব রুপগঞ্জের অধিনায়ক হচ্ছেন মাশরাফি বিন মুর্তজা- সবাই এটা ধরেই নিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত তেমনটি হলো না। বুধবার মাঠে গড়াতে যাওয়া প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রুপগঞ্জের অধিনায়ক করা হয়েছে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে।
আর সেটা নাকি মাশরাফির অনুরোধেই। লিজেন্ডস অব রুপগঞ্জ অধিনায়ক হিসেবে মাশরাফিকেই চেয়েছিলো। কিন্তু অধিনায়ক হতে রাজি হননি ক’দিন আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া মাশরাফি। উল্টো মুশফিককে অধিনায়কত্ব নিতে অনুরোধ করেছেন মাশরাফি। ক্লাবটির পক্ষ থেকে এমনই জানানো হয়েছে।
লিজেন্ডস অব রুপগঞ্জের এক কর্মকর্তা প্রিয়.কমকে বলেছেন, ‘আমাদের দলের অধিনায়ক করা হয়েছে মুশফিকুর রহিমকে। তবে আমরা মাশরাফিকে অধিনায়ক হিসেবে চেয়েছিলাম। কিন্তু সে রাজি হয়নি। পরে মুশফিককে অধিনায়ক হতে বললে প্রথমে সেও রাজি হয়নি। মাশরাফির কথাতেই অধিনায়কের দায়িত্ব নিয়েছেন মুশফিক। এজন্য ক্লাবের কর্মকর্তাদেরও বোঝাতে হয়েছে মাশরাফিকে।
ক্লাবের ওই কর্মকর্তা জানিয়েছেন, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য রুপগঞ্জের হয়ে বেশি ম্যাচ খেলতে পারবেন না মাশরাফি ও মুশফিক। তবে তারা যে কয় ম্যাচ খেলবেন সেখানে নেতৃত্ব দেবেন মুশফিক।
জাতীয় দলে মাশরাফির নেতৃত্বে অনেক ম্যাচ খেলেছেন মুশফিক। তবে মুশফিকের কাছে মাশরাফি অধিনায়কের চেয়েও বড় কিছু। মাশরাফি টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ার পর উইকেটরক্ষক এই ব্যাটসম্যান বলেছিলেন, ‘মাশরাফি ভাই শুধু একজন খেলোয়াড় নন, অভিভাবকও।’ সেই মাশরাফিরই অধিনায়ক হতে যাচ্ছেন মুশফিক।
বুধবার মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগের এবারের আসর। প্রথমদিন মাঠে নামছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীসহ আরো পাঁচ দল। উদ্বোধনী দিনে খেলা আছে লিজেন্ডস অব রুপগঞ্জেরও। বিকেএসপির চার নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে মুশফিক-মাশরাফিদের দল।
১১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস