মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭, ০৯:২৪:৩৫

গতবার যেমন করেছিলাম, তার চেয়েও ভাল করতে চাই; সবার কাছে দোয়া চাই: মুস্তাফিজ

গতবার যেমন করেছিলাম, তার চেয়েও ভাল করতে চাই; সবার কাছে দোয়া চাই: মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে ভারতের উদ্দেশে রওনা হয়েছেন মোস্তাফিজুর রহমান। বিকাল ৫টায় ফ্লাইট হলেও আগেভাগেই যাত্রা করেছেন বিমানবন্দরের উদ্দেশ্যে। হায়দরাবাদের পাঠানো কিটস পৌঁছে গেছে বিমানবন্দরে। তারপরও বাংলাদেশ দলের কিটস সঙ্গে নিয়েই রওনা হলেন কাটার মাস্টার। বলে গেলেন, গত আসরের চেয়েও ভালো করার লক্ষ্যের কথা।

কলকাতা হয়ে মঙ্গলবার রাতেই মুম্বাই পৌঁছার কথা ফিজের। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বুধবার হায়দরবাদের তৃতীয় ম্যাচ। এই ম্যাচেই মাঠে নামার সম্ভাবনা আছে বাঁহাতি টাইগার পেসারের।

মঙ্গলবার দুপুরে মিরপুরের বিসিবি একাডেমি ভবন থেকে রওনা হওয়া মোস্তাফিজ জানালেন, ‘গতবার যেমন করেছিলাম, তার চেয়েও ভাল করতে চাই। সবার কাছে দোয়া চাই, যেন ভাল করতে পারি।’

আইপিএলের গত আসরে প্রথমবারের মত খেলতে নেমেই বাজিমাত করেছিলেন মোস্তাফিজ। ১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে তুলে নেন ১৭ উইকেট, ইকোনমি রেট ৬.৯০। সেবার কিছুটা অস্বস্তি নিয়েই খেলতে গিয়েছিলেন। সবকিছুই ছিল অচেনা। ধীরে ধীরে মানিয়ে নিয়েছেন সবার সঙ্গে।

এবার যদিও অস্বস্তির ব্যাপার তেমন নেই। কোচ-অধিনায়ক সবার সঙ্গেই বেশ সখ্যতা হয়েছে ফিজের। ভারত যাত্রার আগে মোস্তাফিজের কণ্ঠে তাই বাড়তি আত্মবিশ্বাস ঝরল, ‘প্রথমবার সবই ছিল অচেনা। এবার তো প্লেয়ার, ড্রেসিংরুম, মাঠ, সবই চেনা। এবার আরো সহজ হবে আইপিএল খেলা। দলে জায়গা পেলে সেরা পারফরম্যান্স করতে চাই।’

বল হাতে মোস্তাফিজ মানেই ব্যাটসম্যানদের জন্য কঠিন পরীক্ষা। টি-টুয়েন্টিকে ব্যাটসম্যানদের খেলা বলা হলেও মোস্তাফিজের বোলিংয়ে সামনে ধুঁকতে হয় বিশ্বসেরাদেরও। প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে গত আসরে মোস্তাফিজ পেয়েছেন ‘সেরা উদীয়মান’ ক্রিকেটারের পুরস্কার। চ্যাম্পিয়ন হয় তার দল হায়দরাবাদ। এবার অবশ্য আইপিএলের শেষ অবধি খেলা হবে না তার। আয়ারল্যান্ড সিরিজ শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন কলকাতার হয়ে আইপিএল খেলতে যাওয়া সাকিব আল হাসানকে সঙ্গী করে।
১১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে