স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের সপ্তম টেস্ট ম্যাচের পর শ্রীলঙ্কা সফরে ওয়ানডেতে অভিষেক হয়েছিল তার। বোলিংয়ে সফলতার পাশাপাশি ব্যাটিংয়েও সফল হয়েছিলেন তিনি। এরই সুবাদে শেষ টি-টোয়েন্টিতেও বাংলাদেশ দল তার জন্য নিয়ে আসে সুখবর। সে ম্যাচে অভিষেক হয় তার।
এবার ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সুযোগ পেলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
সিপিএলের ট্রিনবাগো নাইট রাইডার্সে (টিএনআর) সুযোগ পেয়েছেন তিনি। সিপিএলের অফিসিয়াল ওয়েবসাইট জানায়, অস্ট্রেলিয়ার বা-হাঁতি স্পিনার ব্র্যাড হগের পরিবর্তে প্লেয়ার ড্রাফটের মাধ্যমে কপাল খুললো তার।
এর আগে নিলামে ২৫৮ জন ক্রিকেটারের মধ্যে তালিকায় ঠাঁয় পায় বাংলাদেশের ৪ ক্রিকেটার।
তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক (বিজয়) ও তাসকিন আহমেদের মধ্যে কেউই কোনো দলে জায়গা পায়নি। তবে মিরাজ-ই জায়গা পেলেন সেখানে।
এদিকে কয়েক মৌসুম ধরে সিপিএল মাতিয়ে আসছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের এ ক্রিকেটারকে এবারো ধরে রেখেছে তার দল বর্তমান চ্যাম্পিয়ন জ্যামাইকা তালওয়াস। এর আগে সিপিএলের দল সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলেন তামিম ইকবাল।
১১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিএস