মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭, ১০:৪৭:৩৫

ছক্কার পর ছক্কা মেরে ডি ভিলিয়ার্স আবারও প্রমাণ করলেন, তিনি গেইলের থেকেও ভয়ঙ্কর

ছক্কার পর ছক্কা মেরে ডি ভিলিয়ার্স আবারও প্রমাণ করলেন, তিনি গেইলের থেকেও ভয়ঙ্কর

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সকে কেউ কেউ তাঁকে আধুনিক ক্রিকেটের সুপারম্যান বলে ডাকেন। আর কেন যে সেটা ডাকেন, সেটা আগের অনেকবারের মতো সোমবার আবার প্রমাণ করলেন ভিলিয়ার্স।

চোটের জন্য এবারের আইপিএলের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। কিন্তু সোমবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ক্রিস গেইলকে বসিয়ে তাঁকে নামিয়ে সাহসের পরিচয় দিয়েছে আরবিসি টিম ম্যানেজমেন্ট। আর সেটাই ছক্কার পর ছক্কা মেরে ডি ভিলিয়ার্স প্রমাণ করে দিয়েছেন তিনি গেইলের থেকেও ভয়ঙ্কর।

তিন নম্বরে ব্যাট করতে নামার পর থেকে এবি উইকেটের এক দিকে দিব্যি ছিলেন। কিন্তু উল্টোদিক থেকে একের পর এক উইকেট পড়ে গিয়েছে ধারাবাহিকভাবে। শুরুর দিকে নিজেকে একটু গুটিয়েই রেখেছিলেন এবি। প্রথম ছক্কাটা মেরেছিলেন ম্যাচের তৃতীয় ওভারে। ইনিংসের শেষে দেখা গেল মোট ন'টি ছক্কা মেরেছেন। আর শেষ ১২ বলে করে গেলেন ৩৮ রান। তাঁর জন্যই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২০ ওভারে তোলে ১৪৮ রান। কারণ, তিনিই যে খেলেছেন মাত্র ৪৩ বলে অপরাজিত ৮৯ রানের ইনিংস!

এদিন ডি ভিলিয়ার্স ৪৬ বলে ৮৯  রান করেছেন। তার এই ৮৯ রানের দুর্দান্ত ইনিংসের মধ্যে ৩টি চার এবং ৯টি ছক্কার মার রয়েছে।

২০ তম ওভারের শেষ দুটি বলেই ছক্কা হাঁকান ডি ভিলিয়ার্স। শেষ পর্যন্ত ৪৬ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন তিনি।  ডি ভিলিয়ার্সের ইনিংস সাজানো ছিল ৩ বাউন্ডারি ও  ৯ ওভার বাউন্ডারিতে। বিনি ১৮ রানে অপরাজিত থাকেন। বিনি-ডিভিলিয়ার্স অবিচ্ছিন্ন জুটিতে ওঠে ৮০ রান।
১১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে