স্পোর্টস ডেস্ক: যখন তিনি উইকেটে এলেন, ইনিংসেরই বাকি আর ১০ বল। এর ৯ বলই খেললেন ক্রিস মরিস। তাতেই তুললেন ঝড়, ৯ বলে করলেন অপরাজিত ৩৮ রান!
আইপিএলে আজ রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমেছিল দিল্লি ডেয়ারডেভিলস। স্পিনার অ্যাডাম জামপার করা ইনিংসের ১৯তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন সঞ্জু স্যামসন। পরের বলেই অবশ্য আউট হয়ে ফিরে যান তিনি।
এরপরই উইকেটে আসেন মরিস। প্রথম বলেই ইনসাইড-আউট করে এক্সট্রা কভারের ওপর দিয়ে মারেন চার। পরের বলে নেন ২। ওভারের শেষ দুই বলে মারেন একটি ছক্কা, একটি চার। মিপ মিড উইকেটের ওপর দিয়ে হাঁকানো ছক্কাটি ছিল বিশাল, ১০২ মিটার!
ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে আসেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় বেন স্টোকস। ইংলিশ অলরাউন্ডারের প্রথম বলে কোরি অ্যান্ডারসন সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেন মরিসকে।
ওভারের বাকি পাঁচ বলে স্টোকসের ওপর দিয়ে যেন একটা ঝড়ই বয়ে গেল! দ্বিতীয় বলেই মরিস মারলেন চার। পরের বলে ২ রান। চতুর্থ বলে আবার চার। আর শেষ দুই বলেই দুটি বিশাল ছক্কা। এই ওভারে আসে ২২ রান!
৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৩৮ রানে মরিসের। স্যামসন ৬৩ বলে করেন ১০২। এটিই এবারের আইপিএলের প্রথম সেঞ্চুরি। এই দুজনের ঝোড়ো ব্যাটিংয়ে দিল্লি ২০ ওভারে ৪ উইকেটে তুলেছে ২০৫ রান।
১১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিএস