বুধবার, ১২ এপ্রিল, ২০১৭, ০২:৩৩:৩১

যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পাপনের সাথে ভারতীয় বোর্ডের জরুরী বৈঠক

যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পাপনের সাথে ভারতীয় বোর্ডের জরুরী বৈঠক

স্পোর্টস ডেস্ক: বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে ভারতীয় বোর্ডের জরুরী বৈঠক। আইসিসির গঠনতন্ত্র ও আর্থিক কাঠামো পুনর্বণ্টনের প্রস্তাবে নাখোশ ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আর সেকারণেই আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে এক জরুরী বৈঠকে বসেছে বিসিসিআইয়ের প্রতিনিধিদল।

জানা গেছে, জরুরী এই বৈঠকে বিসিসিআইয়ের পক্ষে থাকছেন কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সের (সিইও) দায়িত্বপ্রাপ্ত সভাপতি সিকে খান্না, যুগ্ন সচিব অমিতাভ চৌধুরী ও কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী। চলতি এপ্রিলের শেষেই আইসিসির সভা। সেখানে নতুন কাঠামোর বিরুদ্ধে বিসিসিআই মুখ খুলতে যাচ্ছে।

আর সেকারণেই বিসিসিআই পাশে চায় বিসিবিকে। সেজন্যই এই জরুরী বৈঠক। ক’দিন আগেই বিসিবি সভাপতি জানিয়েছিলেন, আইসিসির প্রস্তাবের পুরোটা মন মত হয়নি বিসিবির।

গত ১৫ মার্চ তিনি বলেছিলেন, ‘আমরা আর্থিক সংস্কারের বিষয়ে কিছু বলিনি কিন্তু সাংবিধানিক পরিবর্তনের ক্ষেত্রে আমাদের কিছু বলার আছে। আমিও সে কমিটির সদস্য। আইসিসির গেল সভায়, অনেক কিছু আমাদের মতের সাথে মেলেনি।’
১২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে