স্পোর্টস ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভেচ্ছাদূত হয়েছেন সাবেক টাইগার সেনাপতি হাবিবুল বাশার সুমন। আইসিসি অংশগ্রহণকারী আট দেশ থেকে আটজনকে শুভেচ্ছদূত হিসেবে নিয়োগ দিয়েছে।
সর্বশেষ ১১ বছর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল বাংলাদেশ। সেবার অধিনায়ক ছিলেন হাবিবুল বাশার সুমন। এবার আসন্ন মে-জুনে আবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। আর মর্যাদার এই টুর্নামেন্টে এবারও আছেন হাবিবুল বাশার সুমন।
শুধু বদলে গেছে তার ভূমিকা। তিনি কাজ করবেন বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অংশগ্রহণকারী আট দেশ থেকে আটজনকে শুভেচ্ছদূত হিসেবে নিয়োগ দিয়েছে।
এদের মধ্যে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচক কমিটির এই সদস্য। তার সাথে আরও থাকছেন অস্ট্রেলিয়ার মাইক হাসি, ভারতের হরভজন সিং, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, নিউজিল্যান্ডের শেন বন্ড, ইংল্যান্ডের ইয়ান বেল, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও পাকিস্তানের শহীদ আফ্রিদি।
এই আটজন শুভেচ্ছাদূত সবাই মিলে খেলেছেন ১৭৭৪ ওয়ানডে। ৪৮ সেঞ্চুরিতে করেছেন প্রায় ৫২ হাজার রান, উইকেট নিয়েছেন ৮৩৮টি।
বাংলাদেশের হয়ে সুমন খেলেছেন ১১১ ওয়ানডে। এর মধ্যে নেতৃত্ব দিয়েছেন দেশের পক্ষে রেকর্ড সর্বোচ্চ ৬৯টি ওয়ানডে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অংশ নিয়েছেন ২০০০, ২০০২ ও ২০০৬ সালের এই তিন আসরে। এমনকি তার নেতৃত্বেই আসে দেশের প্রথম টেস্ট জয়।
১২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর