বুধবার, ১২ এপ্রিল, ২০১৭, ০৪:৩০:০৮

ডিপিএলের প্রথম ম্যাচেই মাশরাফির 'দারুণ' বোলিং

ডিপিএলের প্রথম ম্যাচেই মাশরাফির 'দারুণ' বোলিং

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর সপ্তাহ না পেরাতেই প্রতিযোগিতামূলক খেলায় মাঠে নামলেন মাশরাফি বিন মুর্তজা। তবে ৫০ ওভারের ফরম্যাটে।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের (ডিপিএল) ২০১৭-১৮ মৌসুমে রূপগঞ্জের হয়ে খেলবেন টাইগার পেসার। বুধবার মৌসুমের প্রথম দিন ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে দারুণ বোলিং পারফরম্যান্স উপহার দেন মাশরাফি।

বিকেএসপির-৪ নম্বর মাঠে টস হিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মাইশুকুর রহমান। শরীফ, মাশরাফি ও আসিফ হাসানের বোলিং তোপে পড়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে। ৮ ওভারের স্পেলে ২৮ রান দিয়ে দুটি উইকেট নেন মাশরাফি। এছাড়া শরীফ তিনটি এবং আসিফ নেন দুটি উইকেট। মোশাররফ হোসেন নেন একটি উইকেট।

মাশরাফির করা ১৭তম ওভারের পঞ্চম বলে ইয়াসির আলি চৌধুরীর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মো. নূর আলম সাদ্দাম। এরপর দলীয় ২৭তম ওভারের পঞ্চম বলে অলক কাপালিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ম্যাশ।

চলমান ডিপিএলে একসঙ্গে খেলছেন মাশরাফি ও মুশফিকুর রহীম। মাশরাফির অনুরোধে মুশফিকই রূপগঞ্জের অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন।
১২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এপি/ডিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে