স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০১৭-১৮ মৌসুমে শুভসূচনা করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। বুধবার লো স্কোরিং ম্যাচে মুশফিকুর রহীমের দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাদে ব্রাদার্স ইউনিয়নকে ৪ উইকেটে পরাজিত করেছে দলটি।
রূপগঞ্জের হয়ে বাংলাদেশ জাতীয় দলের আরেক তারকা খেলোয়াড় মাশরাফি বিন মুর্তজাও দলের জয়ে অবদান রেখেছেন। এদিন মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে ও মাশরাফির মেহেদী রাঙানো বোলিংয়ে রূপগঞ্জ এই বিশাল জয় কুড়ায়।
বিকেএসপির-৪ নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ব্রাদার্সের অধিনায়ক মাইশুকুর রহমান। শরীফ, মাশরাফি ও আসিফ হাসানের বোলিং তোপে পড়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে ব্রাদার্স।
জবাবে ব্যাটিংয়ে নামা রূপগঞ্জ মুশফিকের অধিনায়কোচিত ইনিংসের সুবাদে ২৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
রূপগঞ্জের জয়ে মুশফিক ১০৩ বলে ৭৫ রানের হার না মানা দারুণ ইনিংস উপহার দেন। এছাড়া হাসানুজ্জামান ৩১, নাইম ইসলাম ২৫ ও মাশরাফি রানআউট হওয়ার আগে করেন ১৭ রান। মুশফিকের সঙ্গী মোশাররফ হোসেন ২৪ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন।
২০৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা রূপগঞ্জকে দারুণ সূচান এনে দেন আবু সায়েম ও হাসানুজ্জামান। উদ্বোধনী জুটিতে এই দুজন ৫২ রান তোলেন। তবে দলীয় ৮১ রানের মাথায় হাসানুজ্জামানকে আউট করে ব্রাদার্সকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন ইফতেখার সাজ্জাদ রনি।
চাপের মুখে রূপগঞ্জকে বিপদমুক্ত করেন মুশফিক-নাইম। তৃতীয় উইকেটে এই দুজন ৫০ রানের জুটি গড়লে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রূপগঞ্জ।
এর আগে ব্যাটিংয়ে নামা ব্রাদার্স রূপগঞ্জের বোলারদের তোপের মুখে পড়ে ২০৬ রানেই আটকে যায়। দলটির হয়ে অধিনায়ক মাইশুকুর ৬৫, ধীমান ঘোষ ৩০ ও জুনায়েদ সিদ্দিকী করেন ২১ রান।
৮ ওভারের স্পেলে ২৮ রান দিয়ে দুটি উইকেট নেন মাশরাফি। এছাড়া শরীফ তিনটি এবং আসিফ নেন দুটি উইকেট। মোশাররফ হোসেন নেন একটি উইকেট।
১২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এপি/ডিপি