স্পোর্টস ডেস্ক: দুজনেই স্পেশালিস্ট বোলার হিসেবে পরিচিত। একজনের বর্তমান বয়স ২১ আরকেজনের ১৮। অল্প বয়সেই বিশ্বক্রিকেটে নন্দিত হয়েছেন দুজনেই। আইপিএলের এবারের আসরের শুরু থেকেই আলোচনায় আফগান তরুণ স্পিনার রশিদ খান। আর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তো গত আসর থেকেই খ্যাতিমান। এখন পর্যন্ত অপরাজিত মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এই দুই অস্ত্র নিয়েই আজ বুধবার মাঠে নামল সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএল খেলার উদ্দেশ্যে গতকালই ভারতে গেছেন মুস্তাফিজ। আজই তাকে নামতে হচ্ছে মাঠে। এ থেকেই বোঝা যায়, হায়দরাবাদে মুস্তাফিজের গুরুত্ব কতটা। অন্যদিকে শ্রীলঙ্কা থেকে সরাসরি ভারতে যাওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের হয়ে এখনও মাঠে নামেননি। আগামী ম্যাচে তার একাদশে থাকার সম্ভাবনা প্রবল।
মুম্বাইয়ের বিপক্ষে মুস্তাফিজের সঙ্গী হয়েছেন অভিজ্ঞ আশিষ নেহেরা এবং ভুবনেশ্বর কুমার। টসে জিতে হায়দরাবাদকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে মুম্বাই। গত আসরে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সেরা উদীয়মান বোলারের খেতাব পান মুস্তাফিজ। এবার জাতীয় দলের সাথে ব্যস্ততার কারণে প্রথম দুটি ম্যাচ মিস করেছেন দ্য ফিজ। তবে রশিদ খান ইতিমধ্যেই ৫ উইকেট শিকার করে ফেলেছেন। আজ এই জুটি ভয়ঙ্কর হয়ে উঠলে কপালে দুঃখ আছে মুম্বাই ইন্ডিয়ান্সের।
১২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এপি/ডিপি