স্পোর্টস ডেস্ক: গতকাল ভারতে পৌঁছে আজকের (বুধবার) ম্যাচেই একাদশে মুস্তাফিজ! দলের সেরা বোলিং অস্ত্রকে একাদশে রাখতে এক বিন্দু চিন্তা করেনি হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট। মুম্বাই ইডিয়ান্সে বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়েই এবারের আসরের সূচনা করবেন কাটার মাস্টার।
প্রথমবার আইপিএল খেলতে গিয়েই বাজিমাত করেছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দল হয়েছিলো চ্যাম্পিয়ন। অন্যদিকে ১৬ ম্যাচে ১৭ টি উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ, হয়েছিলেন আসরের সেরা উদীয়মান খেলোয়াড়। গতকাল (মঙ্গলবার) দ্বিতীয় বারের মতো আইপিএলে খেলতে যাবার আগে সেই সাফল্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে মুস্তাফিজ বলেন, “গেল মৌসুমটা ভালোই কাটল। এবার সেই ধারাবাহিকতা ধরে রেখে আরো ভালো কিছু করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। ”
আইপিএলের দশম আসরের দশম ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। মুস্তাফিজ বোলিং করবেন খেলার দ্বিতীয় অংশে। এদিকে টস টাইমে নিজের দল নিয়ে স্বস্তি জানিয়েছেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। মুস্তাফিজকে একাদশে পেয়ে দারুণ খুশি এই অস্ট্রেলিয়ান। তিনি বলেন, “আমরা তার অপেক্ষায় ছিলাম। মুস্তাফিজ যোগ দেওয়ায় আমরা খুবই খুশি। সে ম্যাচ উইনার।’
১২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এপি/ডিপি