স্পোর্টস ডেস্ক: আইপিএলের চলতি আসরে এটিই সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ আজ মুখোমুখি হয়েছে তারকাবহুল শক্তিশালী দল মুম্বাই ইন্ডিয়ান্সের।
মুম্বাইয়ের ব্যাটিং লাইনআপ ধসিয় দিতে হায়দরাবাদ তাদের দুই প্রধান অস্ত্র বাংলাদেশের মুস্তাফিজুর রহমান এবং আফগানিস্তানের রশিদ খানকে একাদশে অন্তর্ভূক্ত করেছে। তাদের বোলিং দেখতে কিছুটা অপেক্ষা করতে হবে।
অধিনায়ক ডিভিড ওয়ার্নারের ঝড়ো ব্যাটিংয়ে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৮ রান তুলেছে সানরাইজরাস হায়দরাবাদ। যদিও স্কোর আরো বড় হওয়া উচিৎ ছিল হায়দরাবাদের। কারণ প্রথম উইকেটে ডেভিড ওয়ানার ও শিখর ধাওয়ান মিলে তুলে ফেলেন ৮১ রান, মাত্র ১০.২ ওভারেই।
৩৪ বলে ওয়ার্নার ৪৯ ও ৪৩ বলে ৪৮ করে ধাওয়ান বিদায় নেওয়ার পর ছন্দপতন ঘটে। দ্রুত ফিরে যান দীপক হুদা (৯) ও যুবরাজ সিং (৫)। রান তোলার গতিও এ সময় কমে যায়।
তবে বেন কাটিংয়ের ১০ বলে ২০ রানের ইনিংসের কারণে শেষমেশ ঐ রান তুলতে পারে সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বাইয়ের পক্ষে বুমরাহ তিন উইকেট নেন। হরভজন সিং পান ২ উইকেট।
এ ম্যাচ দিয়ে এবারের আইপিএল শুরু করেছেন বাংলাদেশি তারকা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। গত বছর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে শিরোপা জিতে সানরাইজার্স হায়দরাবাদ। দলকে চ্যাম্পিয়ন করার পিছনে বড় অবদান ছিল মুস্তাফিজের।
১২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এপি/ডিপি