স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শুরুর দিনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার শতরানের ভর করে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। গতবারও এই আবাহনীকে চ্যাম্পিয়ন করার পেছনে ব্যাটে-বলে অবদান রেখেছেন জাতীয় দলের তরুণ এই অলরাউন্ডার। সেবার গোটা পাঁচেক ফিফটির ইনিংস খেললেও সেঞ্চুরির দেখা পাননি। তবে এবার লিগের শুরুর দিনে সেঞ্চুরি তুলে নিয়ে সৈকত প্রমাণ করলেন তিনি আগের চেয়ে আরো বেশি পরিনত। এখন তিনি ফিফটির ইনিংসকে সেঞ্চুরিতে রুপান্তরিতে করতে জানেন।
বুধবার ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করে নাফিস ইকবাল এবং রবিউল ইসলামের জোড়া ফিফটিতে ভর করে ৬ উইকেটে ২৯৩ রান সংগ্রহ করে খেলাঘর সমাজ কল্যান সমিতি। দলের হয়ে ৬৮ বলে পাঁচটি চার ও চারটি ছক্কার সাহায্যে ৭৮ রান করেন নাফিস ইকবাল। ৭৪ রান করেন ওপেনার রবিউল ইসলাম রবি। আবাহনীর হয়ে একাই তিন উইকেট নেন শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টিতে জাতীয় দলে অভিষেক হওয়া সাইফউদ্দিন।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৮৫ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া আবাহনীকে খেলায় ফেরান মাহমুদউল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেক হোসেন সৈকত। চতুর্থ উইকেটে ১২৭ রানের জটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে আউট হন রিয়াদ। সাজঘরে ফেরার আগে ৬৭ বলে ৫৯ রান করেন আবাহনীর অধিনায়ক।
রিয়াদ ফিরে গেলেও ব্যাটিং তান্ডব চালিয়ে যান সৈকত। পঞ্চম উইকেটে মিঠুনের সাথে ৮১ রানের জুটি গড়েন সৈকত। আরিফুল ইসলাম জনির বলে ক্যাচ তুলে দেয়ার আগে ৮৫ বলে ১২ চার ও দুই ছক্কায় ১১০ রান করেন মোসাদ্দেক। সৈকত যখন আউট হন তখন জয়ের জন্য আবাহনীর চাই মাত্র ১ রান। বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় এনে দেন মিথুন।
সংক্ষিপ্ত স্কোর:
খেলাঘর : ৫০ ওভারে ২৯৩/৬ রান (নাফিস ইকবাল ৭৮, রবিউল ৭৪, অমিত ৪১; সাইফুদ্দিন ৩/৪৫)।
আবাহনী : ৪৭.৩ ওভারে ২৯৭/৫ রান (সৈকত ১১০, রিয়াদ ৫৯, নাজমুল ৪৫, মিথুন ৪১*)।
ফল: আবাহনী ৫ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: মোসাদ্দেক হোসেন সৈকত (আবাহনী)।
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস