স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে বড় হাতছানি ছিল পাকিস্তানের সামনে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০তে জয় পেলে আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে সরিয়ে সপ্তম স্থানে পৌঁছতো পাকিস্তান। তবে সুযোগটা নিতে পারেনি তারা। র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনেই রেখেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে গায়ানায় ৬ উইকেটে জয় কুড়ায় পাকিস্তান। এতে ২-১এ সিরিজ নিশ্চিত করে সফরকারীরা।
তবে সিরিজ জয়ে পাকিস্তানের একাউন্টে যোগ হয়েছে ১ রেটিং পয়েন্ট। গতকাল ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। এতে ৯০ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানেই রয়েছে পাকিস্তান। আর ৯২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থান দখলে রেখেছে বাংলাদেশ। তবে আইসিসি র্যাঙ্কিংয়ের বার্ষিক আপডেটের পর পাকিস্তানের সঙ্গে পয়েন্টের ফারাকটা বাড়তে পারে বাংলাদেশের। বার্ষিক আপডেটের আগে পাক-ক্যারিবীয় দ্বৈরথটি ছিল শেষ ওয়ানডে সিরিজ। আগামী ১লা মে প্রকাশিত হবে আইসিসির বার্ষিক আপডেট। বার্ষিক আপডেটে একটি দলের শেষ তিন বছরের নৈপুণ্যের মূল্যায়ন করে থাকে আইসিসি। এতে ১লা মে ২০১৪ থেকে দলগুলোর নৈপুণ্য বিবেচনা করা হবে। আর ১লা মে ২০১৬ থেকে দেখানো নৈপুণ্যের ওপর ১০০% বোনাস (ওয়েইটিং) পাবে দলগুলো।
আইসিসি র্যাঙ্কিংয়ে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ১-১ সমতা শেষে বাংলাদেশের একাউন্টে যোগ হয় ১ রেটিং পয়েন্ট। সিরিজের এক ম্যাচ পণ্ড হয় বৃষ্টিতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি ৩-০তে জিতলে পাকিস্তানের রেটিংও পৌঁছতো ৯২ পয়েন্টে। আর ভগ্নাংশ পয়েন্টের ব্যবধানে বাংলাদেশকে সরিয়ে সপ্তম স্থানে পৌঁছে যেত পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে সিরিজে বড় সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজেরও। সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড ৩০৯ রানের টার্গেটে জয় নিয়ে সম্ভাবনাটাও উজ্জ্বল দেখাচ্ছিল তাদের। পাকিস্তানের বিপক্ষে ৩-০তে সিরিজ জিতলে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ পৌঁছতো ৮৭ পয়েন্টে। এতে পাকিস্তানের সঙ্গে তাদের ফারাক দাঁড়াতো ২ পয়েন্টের। তবে নিজ মাটিতে সিরিজ খুইয়ে বরং র্যাঙ্কিংয়ে ১ পয়েন্ট কাটা গেল তাদের। আগামী ৩০শে সেপ্টেম্বর প্রকাশিতব্য আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষ ৭ দল ও আয়োজক দেশ ইংল্যান্ড ২০১৯ বিশ্বকাপ আসরে খেলবে সরাসরি। আর আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের তলানির ৪ দল খেলবে সহযোগী ৬ দেশের সঙ্গে বাছাইপর্বে। আগামী বছর ১০ দলের বিশ্বকাপ বাছাই আসর বসবে বাংলাদেশের মাটিতে।
সর্বশেষ ওডিআই র্যাঙ্কিং
দল পয়েন্ট
১. দক্ষিণ আফ্রিকা ১১৯
২. অস্ট্রেলিয়া ১১৮
৩. নিউজিল্যান্ড ১১৩
৪. ভারত ১১২
৫. ইংল্যান্ড ১০৮
৬. শ্রীলঙ্কা ৯৮
৭. বাংলাদেশ ৯২
৮. পাকিস্তান ৯০
৯. ওয়েস্ট ইন্ডিজ ৮৩
১০. আফগানিস্তান ৫২
১১. জিম্বাবুয়ে ৪৮
১২. আয়ারল্যান্ড ৪২
এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর